Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ব্রিটেন থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে টাটা স্টিল

ব্রিটেনে নিজেদের যাবতীয় ব্যবসা গুটিয়ে নিচ্ছে টাটা স্টিল। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে সংস্থার তরফে জানানো হয়েছে, ব্যাপক ক্ষতির জেরে পোর্ট ট্যালবট-সহ ব্রিটেনের সমস্ত ব্যবসা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রায় ১৫ হাজার কর্মীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৬ ১৩:৫০
Share: Save:

ব্রিটেনে নিজেদের যাবতীয় ব্যবসা গুটিয়ে নিচ্ছে টাটা স্টিল। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে সংস্থার তরফে জানানো হয়েছে, ব্যাপক ক্ষতির জেরে পোর্ট ট্যালবট-সহ ব্রিটেনের সমস্ত ব্যবসা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রায় ১৫ হাজার কর্মীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ল।

বেশ কয়েক মাস ধরেই টালমাটল অবস্থা পোর্ট ট্যালবটের কারখানাটির। ব্রিটেনের বৃহত্তম এই ইস্পাত কারখানায় প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করেন। ধুঁকতে থাকা কারখানাটি এই মুহূর্তে দৈনিক এক মিলিয়ন পাউন্ড ক্ষতিতে চলছিল। সংস্থাটির পুনরুজ্জীবনের দাবি জানিয়ে মঙ্গলবার মুম্বই পৌঁছন কারখানার শ্রমিক নেতারা। সেই দলে ছিলেন লেবার পার্টির এমপি স্টিফন কিনকও। কিন্তু সংস্থার তরফে কোনও আশার বাণী শোনানো হয়নি তাঁদের।

২০০৭ সালে এই কারখানাটি অধিগ্রহণ করেছিল টাটা গোষ্ঠী। প্রথম দিকে ভাল চললেও বছর খানেকের মধ্যেই লোকসান বাড়তে থাকে কারখানাটির। ব্রিটেনে টাটা স্টিলের যাবতীয় ব্যবসার ভিত্তি ছিল এই কারখানা। শেষ ১২ মাসে লোকসানের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে। কিনক বলেন, “আমরা টাটা গোষ্ঠীর কাছে পুনরুজ্জীবনের দাবি জানিয়েছিলাম। কিন্তু ওরা ব্যবসা গুটিয়ে নেওয়ারই পক্ষে। তবে পোর্ট ট্যালবট যাতে বন্ধ না হয় সেই চেষ্টা আমরা করব। নতুন ক্রেতা খুঁজতে ব্রিটিশ সরকার এবং টাটা গোষ্ঠীর সাহায্য নেওয়া হবে।”

আরও পড়ুন:
ব্রিটেনে ১,০৫০ কর্মী ছাঁটাই করবে টাটা স্টিল

অন্য বিষয়গুলি:

tata steel port talbot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE