Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ইস্পাত ব্যবসার একাংশ বিক্রি করতে চুক্তি টাটা স্টিল ইউকে-র

সাইরাস মিস্ত্রিতে সরিয়ে টাটা সন্সের মাথায় রতন টাটা ফেরার এক মাস পরেই নিজেদের উচ্চমানের ইস্পাত ব্যবসা বিক্রির জন্য লিবার্টি হাউস গোষ্ঠীর সঙ্গে চুক্তি সই করল টাটা স্টিল ইউকে।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ০২:৪৪
Share: Save:

সাইরাস মিস্ত্রিতে সরিয়ে টাটা সন্সের মাথায় রতন টাটা ফেরার এক মাস পরেই নিজেদের উচ্চমানের ইস্পাত ব্যবসা বিক্রির জন্য লিবার্টি হাউস গোষ্ঠীর সঙ্গে চুক্তি সই করল টাটা স্টিল ইউকে।

সোমবারের এই চুক্তির হাত ধরে আগামী দিনে স্পেশালিটি স্টিল বা উঁচু মানের ইস্পাত ব্যবসা বিক্রির খুঁটিনাটি নিয়ে আলোচনা শুরু করবে টাটা গোষ্ঠীর সংস্থাটি। এক বিবৃতিতে টাটা স্টিল ইউকে জানিয়েছে, বিক্রির অঙ্ক দাঁড়াতে পারে ১০ কোটি পাউন্ড (প্রায় ৮০০ কোটি টাকা)। একই সঙ্গে ইউরোপে তাদের অন্যান্য ব্যবসায় আরও ৮.৫ কোটি পাউন্ড লগ্নির কথাও জানিয়েছে সংস্থা।

টাটা স্টিল ইউকে-র সিইও বিমলেন্দ্র ঝা বলেন, ব্যবসা বিক্রির জন্য সংস্থার কর্মী ইউনিয়ন-সহ সব পক্ষের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে। ২০১৭ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই বিক্রি সম্পূর্ণ হবে বলে আশা লিবার্টি হাউসের।

এ দিনের চুক্তি অনুসারে যে-ব্যবসা কেনার জন্য দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে, তার মধ্যে রয়েছে: দক্ষিণ ইয়র্কশায়ারে রদারহ্যাম ইলেকট্রিক আর্ক স্টিলওয়ার্কস-সহ টাটাদের সম্পত্তি, স্টকসব্রিজে ইস্পাত শোধনের কারখানা, ব্রিনসওয়র্থের মিল, ব্রিটেনের বল্টন ও ওয়েডনেসবেরি এবং চিনে সুঝউ ও জিয়ান প্রদেশের পরিষেবা কেন্দ্র। এই ব্যবসায় যুক্ত রয়েছেন প্রায় ১,৭০০ কর্মী। স্পেশালিটি ব্যবসা থেকে উৎপাদিত ইস্পাত মূলত ব্যবহার করা হয় বিমান, গাড়ি, তেল ও গ্যাস ক্ষেত্রে। তবে এই ব্যবসার সঙ্গে তাদের অন্যান্য ইস্পাত ব্যবসার কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছে টাটা স্টিল ইউকে।

এর আগেও ব্রিটেনে টাটা স্টিলের লোকসানে ধুঁকতে থাকা কারখানা কেনার দৌড়ে উঠে এসেছিল ভারতীয় বংশোদ্ভূত সঞ্জীব গুপ্তের সংস্থা লিবার্টি হাউসের নাম। গত মার্চেই স্কটল্যান্ডে ল্যানার্কশায়ার অঞ্চলে টাটা স্টিলের দু’টি কারখানা কিনেছে তারা। এর পরে ব্রিটেনে টাটাদের কারখানা কিনতে আগ্রহ প্রকাশ করে লিবার্টি। এ দিকে ব্যবসা ঢেলে সাজতে জুনেই গ্রেবুল ক্যাপিটালকে ইউরোপে ইস্পাতের রড, রেল ইত্যাদি তৈরির ব্যবসা (লং স্টিল প্রোডাক্টস) বিক্রি করেছে টাটা স্টিল ইউকে।

অন্য বিষয়গুলি:

Tata Steel UK Liberty House
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE