Advertisement
০২ নভেম্বর ২০২৪
Cable Operators

পুজোর মুখে কেব্‌ল দামি, চাপে দর্শক

সংশ্লিষ্ট মহলের খবর, সিটি কেব্‌ল গত ১ অক্টোবর মাসুল বাড়িয়েছে। বাড়ানোর কথা ভাবছে বাকিরাও। কেউ কেউ এক মাসের মধ্যে মাসুল বাড়াতে চলেছে।

—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ০৮:৩১
Share: Save:

চ্যানেল সংস্থাগুলি মাসুল বাড়িয়েছিল অগস্টে। সেই খরচের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ বার মাসুল বাড়াতে শুরু করল রাজ্যের মাল্টি সার্ভিস অপারেটরেরা (এমএসও)। এর ফলে পুজোর ঠিক আগে কেব্‌লের দর্শকদের পকেটে চাপ বাড়ল। এমএসও-দের দাবি, তাদের সমাজমাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে টক্কর দিতে হচ্ছে। সে কারণে যতটুকু না বাড়ালেই নয়, ঠিক ততটুকুই মাসুল বাড়াবে তারা। ব্যবসা চালানোর খরচ বৃদ্ধির সামান্য অংশই দর্শকদের দিকে ঠেলা হবে।

সংশ্লিষ্ট মহলের খবর, সিটি কেব্‌ল গত ১ অক্টোবর মাসুল বাড়িয়েছে। বাড়ানোর কথা ভাবছে বাকিরাও। কেউ কেউ এক মাসের মধ্যে মাসুল বাড়াতে চলেছে। কলকাতার এক এমএসও-র শীর্ষকর্তার বক্তব্য, তাঁরা গত দু’মাস ধরে বর্ধিত খরচ সামাল দিচ্ছেন। কিন্তু এ বার বাধ্য হয়েই মাসুল ৫%-১০% বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও চ্যানেলগুলি মাসুল বাড়িয়েছে ১০%-২০%। সিটি কেব্‌লের কর্তা সুরেশ শেঠিয়া বলেন, ‘‘সমাজমাধ্যম আমাদের কঠিন প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে। ফলে আমরা সামান্য হারেই কেব্‌লের মাসুল বাড়িয়েছি।’’

অন্য বিষয়গুলি:

Cable Channel Price Hike Cable Operators
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE