Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪

কিংগ্‌ফিশারকে ব্যাঙ্কঋণের তথ্য চাইল এসএফআইও

এ বার ব্যাঙ্কগুলির কাছ থেকে কিংগ্‌ফিশার এয়ারলাইন্সকে দেওয়া ঋণের সমস্ত তথ্য তলব করল এসএফআইও।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ০৮:০৫
Share: Save:

এ বার ব্যাঙ্কগুলির কাছ থেকে কিংগ্‌ফিশার এয়ারলাইন্সকে দেওয়া ঋণের সমস্ত তথ্য তলব করল এসএফআইও। বিজয় মাল্যের বসে যাওয়া এই বিমান সংস্থার ব্যাপারে এ বার খোঁজ-খবর শুরু করেছে কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রকের আওতায় থাকা গুরুত্বপূর্ণ আর্থিক অপরাধ অনুসন্ধান দফতর বা সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও)। সংশ্লিষ্ট সূত্রে খবর, বিমান পরিষেবা সংস্থাটিকে ঋণ দেওয়ার সময়ে ব্যাঙ্কগুলির তরফে কোনও অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই নির্দেশ। গত মাসেই রাজ্যসভায় লিখিত জবাবে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছিলেন, কিংগ্‌ফিশারের আর্থিক অনিয়ম নিয়ে তদন্ত করছে এসএফআইও। তবে বিশদে কিছু জানাননি তিনি।

প্রসঙ্গত, এর আগেই ব্যাঙ্কের কাছে এই সব তথ্য চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মাল্য কাণ্ডে তহবিল নয়ছয় নিয়ে তদন্তের পরিধি বাড়িয়েছে তারা। সেই সূত্রে যে-সমস্ত ব্যাঙ্ক কিংগ্‌ফিশারকে ধার দিয়েছে, তাদের মধ্যে প্রায় ছ’টির কাছ থেকে সংস্থার যাবতীয় আর্থিক লেনদেনের তথ্য বিশদে চেয়ে পাঠিয়েছিল ইডি। সংস্থার শীর্ষ পদাধিকারীরা যে-সব আর্থিক লেনদেন চালিয়েছেন, খুঁটিনাটি সব তথ্য দিতে বলা হয়েছিল সেগুলিরও। পাশাপাশি, মাল্যের বিভিন্ন সংস্থার আর্থিক লেনদেন খতিয়ে দেখছে সেবি-ও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Serious Fraud Investigation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE