শেয়ার বাজারে নথিভুক্তির নিয়ম মানেনি, এমন সংস্থাগুলির বিরুদ্ধে আরও কড়া হচ্ছে সেবি। বাজার নিয়ন্ত্রকটি জানিয়েছে, এ বার থেকে এই সংস্থাগুলি স্টক এক্সচেঞ্জের চাপানো জরিমানার টাকা সময় মতো জমা না-দিলে, সেগুলির প্রোমোটার ও সংশ্লিষ্ট গোষ্ঠীর হাতে থাকা শেয়ারের লেনদেন বন্ধ করা হবে। সে ক্ষেত্রে প্রথমে ডি-ম্যাট অ্যাকাউন্টে জমা থাকা শেয়ার আটক করা হবে। তার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ না-মানলে গোষ্ঠীর হাতে থাকা বাকি শেয়ারের কেনা-বেচা বন্ধ করতেও ডিপোজিটরিকে নির্দেশ দিতে পারবে এক্সচেঞ্জগুলি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy