Advertisement
০৩ নভেম্বর ২০২৪

জমায় সুদ কমালো স্টেট ব্যাঙ্ক

মেয়াদি আমানতে ফের সুদ কমানোর পথে হাঁটল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। নতুন জমায় এবং পুরনো জমা নবীকরণের সময়ে এই হার প্রযোজ্য হবে ২৯ এপ্রিল থেকেই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০২ মে ২০১৭ ০২:৪৩
Share: Save:

মেয়াদি আমানতে ফের সুদ কমানোর পথে হাঁটল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। নতুন জমায় এবং পুরনো জমা নবীকরণের সময়ে এই হার প্রযোজ্য হবে ২৯ এপ্রিল থেকেই।

সোমবার এসবিআই সূত্রের খবর, ১ কোটি টাকার নীচে মাঝারি ও বড় মেয়াদের জমায় দেশের বৃহত্তম এই ব্যাঙ্ক ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ কমিয়েছে। দুই থেকে তিন বছরের কম সময়ের আমানতে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে কমে হল ৬.২৫ শতাংশ। প্রবীণ নাগরিকদের জন্য অবশ্য এই একই মেয়াদে সুদ আগেকার ৭.২৫ শতাংশ থেকে কমে হয়েছে ৬.৭৫ শতাংশ।

তিন বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত মেয়াদি আমানতে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৬.৫০ শতাংশ।

তবে এসবিআই এ দিন জানিয়েছে, সাত দিন থেকে দু’বছরের কম সময়ের আমানতে তারা সুদ অপরিবর্তিতই রেখেছে। এই মুহূর্তে ব্যাঙ্কের সর্বোচ্চ সুদ ৬.৯০ শতাংশ, যা মিলবে এক বছর থেকে ৪৫৫ দিন পর্যন্ত জমায়। আপাতত ঋণে সুদের হার একই রেখেছে স্টেট ব্যাঙ্ক। এক বছরের ন্যূনতম হার ৮ শতাংশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE