এয়ারটেলকে ভুল প্রমাণ করে গতির তালিকায় শীর্ষে উঠে এল রিলায়্যান্স জিও। মার্চ মাসে ট্রাইয়ের এক রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। যাতে বলা হয়েছে, ৪জি নেটওয়ার্কে আপলোড এবং ডাউনলোডে গ্রাহকদের সবচেয়ে বেশি স্পিড দিচ্ছে রিলায়্যান্স জিও।
এতদিন ধরে এয়ারটেল দাবি করে আসছিল যে, তারাই দেশের সবচেয়ে দ্রুতি গতির নেটওয়ার্ক। বিভিন্ন বিজ্ঞাপনেও তা দাবি করতে দেখা যায় এয়ারটেলকে। কিন্তু সম্প্রতি ট্রাইয়ের রিপোর্ট সে দাবি উড়িয়ে দিয়েছে।
ওই সমীক্ষা অনুযায়ী, রিলায়্যান্স জিও-র স্পিড ১৬.৪৮ এমবিপিএস। সেখানে আইডিয়া সেলুলার এবং ভারতী এয়ারটেলের স্পিড যথাক্রমে ৮.৩৩ এবং ৭.৬৬ এমবিপিএস স্পিড দিচ্ছে। ভোডাফোন ৫.৬৬ এমবিপিএস, বিএসএনএল ২.২৬ এমবিপিএস এবং এয়ারসেল ২.০১ এমবিপিএস। মাই স্পিড অ্যাপ্লিকেশনের মাধ্যমে ট্রাই এই গতির উপরে সমীক্ষা চালিয়েছে।
বেশ কয়েক দিন ধরে বিজ্ঞাপনে নিজেদের দেশের দ্রুততম নেটওয়ার্ক বলে দাবি করছিল এয়ারটেল। তা ভুল প্রমাণ হওয়ায় ইতিমধ্যেই অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া (এএসসিআই) তা বন্ধের নির্দেশ দিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy