Advertisement
০৫ নভেম্বর ২০২৪

টাওয়ার ব্যবসা বিক্রি করছে আর-কম

গত মাসে রিলায়্যান্স কমিউনিকেশন্সের (আর-কম) বার্ষিক সাধারণ সভায় কর্ণধার অনিল অম্বানী সংস্থার টাওয়ার ব্যবসা বিক্রির ইঙ্গিত দিয়েছিলেন। আর শুক্রবার সেই ব্যবসার ৫১% কানাডার ব্রুকফিল্ড ইনফ্রাস্ট্রাকচার গোষ্ঠীকে বিক্রির কথা জানিয়েই দিল তাঁর সংস্থা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৬ ০৩:০৯
Share: Save:

গত মাসে রিলায়্যান্স কমিউনিকেশন্সের (আর-কম) বার্ষিক সাধারণ সভায় কর্ণধার অনিল অম্বানী সংস্থার টাওয়ার ব্যবসা বিক্রির ইঙ্গিত দিয়েছিলেন। আর শুক্রবার সেই ব্যবসার ৫১% কানাডার ব্রুকফিল্ড ইনফ্রাস্ট্রাকচার গোষ্ঠীকে বিক্রির কথা জানিয়েই দিল তাঁর সংস্থা। যা থেকে পাওয়া ১১ হাজার কোটি টাকা দিয়ে ধার মেটাবে আর-কম। এ দিন এই খবরে সংস্থার শেয়ার দর বেড়েছে ২ শতাংশের বেশি।

প্রায় ৪২ হাজার কোটি টাকার ধারের বোঝা কমাতে আগেই গাঁটছড়া ও টাওয়ার ব্যবসা বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছিল আর-কম। এর মধ্যে ২০ হাজার কোটি কমবে সংস্থার সঙ্গে এয়ারসেল ও এমটিএস-এর সংযুক্তি সম্পূর্ণ হলে। বাকি ধার শোধ করতেই টাওয়ার ও অপটিক্যাল ফাইবার কেব্‌ল (ওএফসি) ব্যবসা বিক্রি করার কথা ছিল অনিলের সংস্থাটির।

আগামী দিনে টেলিকম ব্যবসার সম্ভাবনার দিকটি মাথায় রেখে টাওয়ার ব্যবসার ৪৯% নিজেদের হাতে রাখছে আর-কম। তাদের আশা, ফোরজি পরিষেবায় ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির জেরে ভবিষ্যতে সেই ব্যবসা বাড়বে।

সংস্থা সূত্রের খবর, টাওয়ার ভাড়ার ক্ষেত্রে ব্রুকফিল্ডকে নিশ্চয়তাও দিয়েছে তারা। পাশাপাশি এসএসটিএল (এমটিএস ব্র্যান্ড) এবং এয়ারসেলের সঙ্গে গাঁটছড়া সম্পূর্ণ হলে টাওয়ারের চাহিদা আরও বাড়বে বলে দাবি সংস্থার। তবে সংশ্লিষ্ট ছাড়পত্র ও শর্ত পূরণের পরেই ব্রুকফিল্ডের সঙ্গে এই গাঁটছড়া সম্পূর্ণ হবে। উল্লেখ্য, গত বছর একই কারণে ‘টিপিজি ক্যাপিটল ম্যানেজমেন্ট’-এর সঙ্গে এ ধরনের গাঁটছড়া বাঁধার পথে কিছুটা এগোলেও শেষ পর্যন্ত তা হয়নি। এ বার ব্রুকফিল্ডের সঙ্গে গাঁটছড়া বাঁধার বিষয়ে অবশ্য আশাবাদী আর-কম।

এ সবের পরেও আর-কমের প্রায় ১৭ হাজার কোটি টাকার ধার থাকবে। সংস্থা সূত্রের খবর, তার মধ্যে তাদের ‘রিয়েল এস্টেট’ ব্যবসাও বিক্রি করে প্রায় ৫ হাজার কোটি টাকার জোগাড় করতে পারে তারা।

অন্য বিষয়গুলি:

Brookfield RCom
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE