ফাইল চিত্র।
হঠাৎ করে দেখলেন আপনার মোবাইলে একটি মেসেজ ঢুকল। তাতে লেখা রয়েছে— ‘ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার এসবিআই-কে দেওয়া আপনার তথ্যগুলির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। অতএব আপনার অ্যাকাউন্ট ব্লক করা হল।’ অ্যাকাউন্ট চালু রাখতে একটি লিঙ্কও দেওয়া রয়েছে সেই মেসেজে।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) গ্রাহকদের এই মেসেজ সম্পর্কেই সতর্ক করল প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। পিআইবি সতর্ক করেছে, কোনও গ্রাহক এই ধরনের কোনও মেসেজ পেলে তার উত্তর যেন না দেন। ভুল করেও ওই মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক না করেন। যদি এই ধরনের কোনও মেসেজ পান, তা হলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের সঙ্গে যোগোযোগ করার পরামর্শও দিয়েছে পিআইবি। অভিযোগ জানাতে হবে রিপোর্ট ডট ফিশিং@এসবিআই ডট কো ডট ইন-এ।
A message in circulation claiming that your @TheOfficialSBI account has been blocked is #FAKE #PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) May 18, 2022
▶️ Do not respond to emails/SMS asking to share your personal or banking details.
▶️ If you receive any such message, report immediately at report.phishing@sbi.co.in pic.twitter.com/Y8sVlk95wH
এক টুইট করে পিআইবি জানিয়েছে, ‘আপনার এসবিআই অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে, এই ধরনের একটি মেসেজ ঘুরছে। এই মেসেজ থেকে সাবধান। এটি ভুয়ো। এ ধরনের কোনও এসএমএস বা ইমেলের উত্তর দেবেন না। ব্যক্তিগত কোনও তথ্য বা ব্যাঙ্কের কোনও তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না। যদি এ রকম কোনও এসএমএস পান, তা হলে অবশ্যই অভিযোগ জানান ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy