ফাইল চিত্র।
রাজনৈতিক মতপার্থক্যে দু’ভাগ হল নোটবন্দি সিদ্ধান্তের কারণ খতিয়ে দেখার সংসদীয় স্থায়ী কমিটি। গৃহীত হল না এ সংক্রান্ত খসড়া রিপোর্ট। ফলে চলতি বাজেট অধিবেশনে রিপোর্ট পেশ হবে কি না, তা নিয়েই দেখা দিল সংশয়।
সরকারি সূত্রে খবর, কংগ্রেস নেতা বীরাপ্পা মইলির নেতৃত্বাধীন কমিটিতে ৩১ জন সদস্যের অর্ধেকের বেশিই (১৬ জন) শাসক দল বিজেপি ও তাদের শরিকদের। তারাই ওই খসড়াকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ তকমা দিয়ে তা গ্রহণে আপত্তি জানিয়েছে। কারণ, সেখানে বলা হয়েছে সরকারের পুরনো পাঁচশো ও হাজারের নোট বাতিলের সিদ্ধান্ত ‘পরিকল্পনাহীন’। সমালোচনা করা হয়েছে বিষয়টি কার্যকরের নিয়ম বারবার বদল করা নিয়েও।
সূত্রের দাবি, রিপোর্টটি চলতি অধিবেশনে পেশ করতেই ১৯ মার্চ কমিটির বৈঠক ডাকা হয়। কিন্তু খসড়ার বক্তব্যে বিজেপি ও কিছু শরিক দল আপত্তিপত্র দেওয়ায় তা আটকে গিয়েছে। তাদের দাবি, নোটবন্দি সব থেকে বড় সংস্কার। যা দুর্নীতি, কালো টাকা কমাতে সাহায্য করেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy