Advertisement
০৫ নভেম্বর ২০২৪

দূষণ বিধি মানায় এগিয়ে থাকার দাবি মার্সিডিজের

পরিবেশ রক্ষায় বেশি কার্যকর ভারত স্টেজ-৬ (বিএস-৬) দূষণ বিধি সহায়ক গাড়ি পরের বছরই ভারতের বাজারে আনতে তৈরি জার্মান বহুজাতিক মার্সিডিজ বেঞ্জ। তবে সে জন্য তেল সংস্থাগুলিকে ওই বিধি মেনে তেল জোগাতে হবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০৩:৩৮
Share: Save:

পরিবেশ রক্ষায় বেশি কার্যকর ভারত স্টেজ-৬ (বিএস-৬) দূষণ বিধি সহায়ক গাড়ি পরের বছরই ভারতের বাজারে আনতে তৈরি জার্মান বহুজাতিক মার্সিডিজ বেঞ্জ। তবে সে জন্য তেল সংস্থাগুলিকে ওই বিধি মেনে তেল জোগাতে হবে। বুধবার কলকাতায় পূর্বাঞ্চলের বাজারে মার্সিডিজের নতুন ই-ক্লাস গাড়ির অভিষেক-অনুষ্ঠানের ফাঁকে এই দাবি সংস্থার ভাইস প্রেসিডেন্ট (বিক্রি ও বিপণন) মাইকেল জপের। সংস্থার দাবি, ভারতে তাদের বিক্রি হওয়া গাড়ির ৪৩ শতাংশই ই-ক্লাস।

এমনিতে বিএস-৬ চালুর কথা ২০২০ সালে। তার আগে সংস্থাগুলিকে গাড়ির ইঞ্জিন-সহ কিছু যন্ত্রাংশ উন্নত করতে হবে। জপের ইঙ্গিত, তাঁরা সেই পথে অনেকটাই এগিয়ে। বিশেষত যেখানে বিএস-৪ বিধি চালুর সময়সীমাই ১ এপ্রিল।

গাড়ি শিল্পের অভিযোগ, দেশের সর্বত্র বিএস-৪ মাপকাঠির তেল না মেলায় ওই বিধি পুরোপুরি চালু করা যায়নি। এই প্রসঙ্গে এ দিন সিয়ামের প্রেসিডেন্ট বিনোদ দাসারি অবশ্য বলেন, ‘‘অনেকেই বলছেন, সংস্থাগুলি বিএস-৪ সহায়ক গাড়ি চালুর এপ্রিলের সময়সীমা পিছোতে চায়। এটা সম্পূর্ণ ভুল।’’

অন্য বিষয়গুলি:

Mercedes-Benz BS6 Pollution Free
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE