Advertisement
০৬ নভেম্বর ২০২৪

জামিন-অযোগ্য পরোয়ানা চোক্সীকে

সিবিআইয়ের কৌঁসুলি আদালতে জানান, ‘‘চোক্সীকে তিন বার সমন পাঠানো হয়েছে। তাও তিনি হাজির হননি। ফলে এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে, তিনি দেশ ছেড়ে পালিয়ে আত্মগোপন করেছেন।’’

মেহুল চোক্সী

মেহুল চোক্সী

মুম্বই ও নয়াদিল্লি
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ০২:১৬
Share: Save:

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোক্সীর বিরুদ্ধেও জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল মুম্বইয়ে সিবিআইয়ের বিশেষ আদালত। এর আগে তাঁর ভাগ্নে নীরব মোদীর বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করেছে সিবিআই।

সিবিআইয়ের কৌঁসুলি আদালতে জানান, ‘‘চোক্সীকে তিন বার সমন পাঠানো হয়েছে। তাও তিনি হাজির হননি। ফলে এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে, তিনি দেশ ছেড়ে পালিয়ে আত্মগোপন করেছেন।’’

নীরব হংকংয়ে আছেন বলেই ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করে নীরব দেশে ফিরতে না চাওয়ায় বুধবার ‘গভীর উদ্বেগ’ জানিয়ে তাঁকে ‘ফেরার’ তকমা দিয়েছে দিল্লি হাইকোর্ট। তাঁর সংস্থা ফায়ারস্টার ডায়মন্ডকেই আদালত নীরবকে দেশে ফেরার আর্জি জানাতে বলেছে। বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি আই এস মেটার বেঞ্চ আজ নীরবের সংস্থা ফায়ারস্টার ডায়মন্ড ও ফায়ারস্টার ইন্টারন্যাশনালের তরফের আইনজীবী বিজয় অগ্রবালকে বলেছে, ‘‘নীরবকে বলুন দেশে ফিরতে।’’ এ দিনই আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে নীরব বিচার ব্যবস্থা থেকে পলাতক বা ‘ফেরার’।

প্রসঙ্গত, কেন তাঁর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির মামলা হয়েছে, সে প্রশ্ন তুলে ৭ মার্চ নীরবের তরফে মামলা করা হয় দিল্লি হাইকোর্টে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE