Advertisement
০৫ নভেম্বর ২০২৪

এলএনজি মজুতের কেন্দ্র হলদিয়া ডকে

হলদিয়া বন্দরের কাছে তরল প্রাকৃতিক গ্যাস জমা (এলএনজি) রাখার ব্যবস্থা তৈরিতে উদ্যোগী হল কেন্দ্র। জাহাজ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রটি গড়তে পাইপলাইন বসানো-সহ বিভিন্ন কাজের জন্য বন্দরের ১ নম্বর তেল জেটির কাছে ১০ একর জমি চিহ্নিত করেছে হলদিয়া ডক কমপ্লেক্স।

নয়াদিল্লি
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০২:০০
Share: Save:

হলদিয়া বন্দরের কাছে তরল প্রাকৃতিক গ্যাস জমা (এলএনজি) রাখার ব্যবস্থা তৈরিতে উদ্যোগী হল কেন্দ্র। জাহাজ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রটি গড়তে পাইপলাইন বসানো-সহ বিভিন্ন কাজের জন্য বন্দরের ১ নম্বর তেল জেটির কাছে ১০ একর জমি চিহ্নিত করেছে হলদিয়া ডক কমপ্লেক্স। ৩০ বছরের লিজে ওই জমিতে গ্যাসের মজুত কেন্দ্র গড়া হবে। লিজ দেওয়ার কাজ আগামী ডিসেম্বরেই শুরু হবে বলে জানিয়েছে তারা। জমি দেওয়ার পরে পুরো কাজ শেষ হতে দু’বছর লাগবে। বন্দরের বার্জগুলির জ্বালানি হিসেবে এলএনজি ব্যবহার করা এবং এর মাধ্যমে দূষণ কমানোই এই কেন্দ্র গড়ার লক্ষ্য বলে জানিয়েছে জাহাজ মন্ত্রক।

অন্য বিষয়গুলি:

LNG Haldia Dock
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE