Jio tops 4G download speed chart, Vodafone leads in upload, says Trai data dgtl
Business news
সবচেয়ে বেশি ডাউনলোড স্পিড কোন নেটওয়ার্কে? তালিকা প্রকাশ করল ট্রাই
কোন মোবাইল সংযোগে সবচেয়ে দ্রুত ভিডিয়ো দেখতে পারবেন? আর কোন মোবাইল সংযোগে দ্রুত নিজের তোলা ছবি, ভিডিয়ো শেয়ার করতে পারবেন?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২০ ১৭:১০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
কোন মোবাইল সংযোগে সবচেয়ে দ্রুত ভিডিয়ো দেখতে পারবেন? আর কোন মোবাইল সংযোগে দ্রুত নিজের তোলা ছবি, ভিডিয়ো শেয়ার করতে পারবেন?
০২১০
এই নিয়ে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা লেগেই রয়েছে। সকলেরই দাবি, তাদের নেটওয়ার্ক সবচেয়ে বেশি ডাউনলোড এবং আপলোড স্পিড দেয়।
০৩১০
নানা রকম কথা শুনে গ্রাহকরাও বিভ্রান্ত হন। এই বিভ্রান্তি কাটাতেই সম্প্রতি ট্রাই কোন নেটওয়ার্ক সবচেয়ে বেশি স্পিড দেয়, তার একটা সমীক্ষা করেছে।
০৪১০
ওই সমীক্ষা থেকে জানা গিয়েছে, ডাউনলোড স্পিড সবচেয়ে বেশি রিল্যায়ান্স জিয়োতে। আর আপলোড স্পিড সবচেয়ে বেশি ভোডাফোনে।
০৫১০
মাইস্পিড অ্যাপ্লিকেশনের সাহায্যে চালানো ট্রাইয়ের সমীক্ষায় দেখা গিয়েছে, ডাউনলোড স্পিড সবচেয়ে বেশি জিয়োর। প্রতি সেকেন্ডে ২১.৫ মেগাবাইট।
০৬১০
জিয়োর পরই এই তালিকায় রয়েছে ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল নেটওয়ার্কে গ্রাহক 8 এমবিপিএস স্পিডে ডাউনলোড করতে পারেন।
০৭১০
আর আপলোড স্পিডে সমস্ত নেটওয়ার্ককে ছাড়িয়ে গিয়েছে ভোডাফোন। ট্রাই জানিয়েছে, ভোডাফোনের আপলোড স্পিড ৬.৫ এমবিপিএস।
০৮১০
এর পরই রয়েছে আইডিয়া। আপলোড স্পিড ৫.৫ এমবিপিএস। যদিও আইডিয়া এবং ভোডাফোন এই দুই কোম্পানি মিশে গিয়েছে। তবুও ট্রাই দুটো ক্ষেত্রেই আলাদা করে স্পিড পরিমাপ করেছে।
০৯১০
এর পরে তালিকায় রয়েছে জিয়ো। যার আপলোড স্পিড ৩.৯ এমবিপিএস।
১০১০
এবং তারপর তালিকায় রয়েছে ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেলের আপলোড স্পিড ৩.৭ এমবিপিএস।