বধূবেশে ছাঁদনাতলায় দাঁড়িয়ে তরুণী। সেখানে নিয়ে আসা হল বরকে। আংটি পরানো থেকে শুরু করে মালাবদল, সবই হল নিয়মমাফিক। বিবাহবাসরে হাজির থাকলেন বরযাত্রী এবং কনেবাড়ির আত্মীয়-পরিজনেরা। কিন্তু, দিন দুই গড়াতেই জানা গেল গোটা ব্যাপারটাই সাজানো! তত ক্ষণে নববিবাহিত তরুণ-তরুণী অবশ্য আমজনতার ভিড়ে মিশে কর্পূরের মতো উবে গিয়েছেন!