লাফিয়ে লাফিয়ে বাড়ছে তিব্বতের ভূমিকম্পে মৃতের সংখ্যা। তীব্র ভূকম্পনের জেরে এখনও পর্যন্ত চিন অধিকৃত ভূখণ্ডের দক্ষিণ-পশ্চিমাংশে মৃত্যু হয়েছে ১২৬ জনের। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৮৮ জনকে। তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকালের ভূমিকম্পে ছ’হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।