নতুন আর্থিক বছরে (পড়ুন ২০২৫-’২৬) শুরুতে অস্থির শেয়ার বাজার। সেনসেক্স-নিফটি এক দিন নামছে তো পরের দিনই ঊর্ধ্বমুখী। ফলে কোথায় লগ্নি করলে বেশি লাভের সম্ভাবনা, বুঝতে পারছেন না লগ্নিকারীরা। এই পরিস্থিতিতে আশা জাগাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। সেখানে বিনিয়োগ করলে মোটা মুনাফা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আর্থিক বিশ্লেষকেরা।
ব্রোকারেজ সংস্থাগুলির দাবি, চলতি অর্থবর্ষে লম্বা সময়ের জন্য লগ্নিতে চারটি সরকারি সংস্থায় সর্বাধিক লাভের সম্ভাবনা রয়েছে। সেগুলি হল, কোল ইন্ডিয়া লিমিটেড, অয়েল অ্যান্ড ন্যাচেরাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি), হিন্দুস্তান জ়িঙ্ক লিমিটেড এবং ভারত পেট্রলিয়াম কর্পোরেশন। ২০২৫ অর্থবর্ষেও এই সংস্থারগুলির বিনিয়োগকারীরা দুর্দান্ত লভ্যাংশ পেয়েছেন।
আরও পড়ুন:
দেশের ৮০ শতাংশ কয়লা উৎপাদনের সঙ্গে জড়িয়ে রয়েছে কোল ইন্ডিয়া। মূলত বিদ্যুৎকেন্দ্র এবং ইস্পাত কারখানাগুলিতে কয়লা সরবরাহ করে থাকে এই সরকারি সংস্থা। গত আর্থিক বছরে সর্বোচ্চ লভ্যাংশ প্রদানকারী রাষ্ট্রায়ত্ত সংস্থার তালিকায় শীর্ষে নাম রয়েছে কোল ইন্ডিয়ার। লগ্নিকারীদের এই বাবদ ১০ হাজার ২৫০ কোটি টাকা দিয়েছে কোল ইন্ডিয়া।
গত পাঁচ বছরে এই সরকারি সংস্থাটির রাজস্ব বৃদ্ধি পেয়েছে ১১.১ শতাংশ। অন্য দিকে ৮.৫ শতাংশ বেড়েছে নিট মুনাফা। এ ছাড়া গড় ইকুইটির উপর রিটার্ন এবং মূলধনের উপর রিটার্ন যথাক্রমে ৭৩.৭ শতাংশ এবং ৭৪.৭ শতাংশ ছিল বলে জানা গিয়েছে।
গত আর্থিক বছরে লভ্যাংশ বাবদ বিনিয়োগকারীদের মধ্যে ১০ হাজার কোটি টাকা বিলিয়ে দিয়েছে ওএনজিসি। শেষ পাঁচ বছরে সংস্থাটির রাজস্ব বৃদ্ধি পেয়েছে ৩.৪ শতাংশ। ফলে নিট লাভ ৮.৭ শতাংশে পৌঁছে গিয়েছে। বর্তমানে উত্তরপ্রদেশে মাটির গভীরে খনিজ তেলের ভান্ডারের হদিস পেয়েছে ওএনজিসি। ‘তরল সোনা’ উদ্ধার করলে সেখানে চলছে কুয়ো খোঁড়ার কাজ। যোগীরাজ্যে বাণিজ্যিক ভাবে তেল উত্তোলন শুরু হলে ওএনজিসির শেয়ারের দর যে আরও বৃদ্ধি পাবে তা বলাই বাহুল্য।
২০২৫ আর্থিক বছরে লভ্যাংশ বাবদ ৪ হাজার ২৩০ কোটি টাকা লগ্নিকারীদের হাতে তুলে দিয়েছে হিন্দুস্তান জ়িঙ্ক লিমিটেড। আর ভারত পেট্রলিয়াম এই খাতে বিনিয়োগকারীদের দিয়েছে ৩ হাজার ৫৬০ কোটি টাকা।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)