এসার অয়েল -এর ৪৯% শেয়ার কিনে নিচ্ছে রাশিয়ার অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী সংস্থা রসনেফ্ট। সংশ্লিষ্ট সূত্রের খবর, এ জন্য তারা ঢালবে ৩২০ কোটি ডলার (প্রায় ২০,৪৮০ কোটি টাকা)। তবে নিজেদের কোল-বেড মিথেন ব্যবসাকে বাদ দিয়ে এই শেয়ার হস্তান্তর হচ্ছে বলে জানিয়েছে মুম্বইয়ের তেল ও প্রাকৃতিক গ্যাস খনন ও উৎপাদনকারী সংস্থাটি।
এর ফলে রুশ সংস্থা রসনেফ্টের হাতে আসবে এসারের আওতায় থাকা ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার ও ১,৬০০টি পেট্রোল পাম্প। দু’বছরে যে পাম্পের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫,০০০। তবে খুঁটিনাটির খোঁজ-খবর, হস্তান্তরের মূল্য, সংশ্লিষ্ট নিয়ন্ত্রকের সায় ও নির্দিষ্ট কিছু তথ্য পাওয়ার উপরেই প্রস্তাবিত লেনদেন কার্যকর হওয়া নির্ভর করছে বলে জানিয়েছে শিল্পমহল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy