Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪

মাল্যকে তৃতীয় সমন ইডি-র

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজিরা দিতে মে মাস পর্যন্ত সময় চেয়েছিলেন বিজয় মাল্য। শনিবার তাঁর সেই আবেদন খারিজ করে, কিংগ্‌ফিশার এয়ারলাইন্স কর্তাকে ফের সমন পাঠাল ইডি। আগামী ৯ এপ্রিল তাঁকে তদন্তকারী সংস্থাটির সামনে উপস্থিত হতে হবে বলে সেখানে জানানো হয়েছে।

নয়াদিল্লি ও মুম্বই শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ০২:৩৪
Share: Save:

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজিরা দিতে মে মাস পর্যন্ত সময় চেয়েছিলেন বিজয় মাল্য। শনিবার তাঁর সেই আবেদন খারিজ করে, কিংগ্‌ফিশার এয়ারলাইন্স কর্তাকে ফের সমন পাঠাল ইডি। আগামী ৯ এপ্রিল তাঁকে তদন্তকারী সংস্থাটির সামনে উপস্থিত হতে হবে বলে সেখানে জানানো হয়েছে।

এ দিকে, কিংগ্‌ফিশারের পরিষেবা করের ৫৩৫ কোটি টাকা উদ্ধার করতে শীঘ্রই মাল্যের নিজস্ব বিমান নিলাম করার কথা এ দিনই ঘোষণা করেছে উৎপাদন ও আমদানি শুল্ক বিভাগ।

কিংগ্‌ফিশারকে দেওয়া আই ডি বি আই ব্যাঙ্কের ৯০০ কোটি টাকা কোথায় গিয়েছে, তা খতিয়ে দেখতেই তদন্ত করছে ইডি। কালো টাকা প্রতিরোধ আইনের আওতায় আনা মামলায় মাল্যকে হাজিরা দিতে বলে আগে দু’বার সমন পাঠিয়েছে তারা। সংশ্লিষ্ট মহলের ইঙ্গিত, ৯ এপ্রিলের পরে আর সময় দেওয়া হবে না তাঁকে। ওই দিনও হাজিরা না-দিলে, আদালতের মাধ্যমে মাল্যের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে। পাশাপাশি, তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করার আর্জিও জানাতে পারে ইডি।

শুক্রবার এক আবেদনে মাল্য জানান, টাকা ফেরতের বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। পাশাপাশি, ব্যাঙ্কের ধার শোধ করতে ইতিমধ্যেই আইনজীবী ও সংস্থার সঙ্গে কথা চালাচ্ছেন তিনি। সেই কারণে হাজিরার জন্য মে মাস পর্যন্ত সময় দেওয়া হোক তাঁকে। — সংবাদ সংস্থা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ED vijay malia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE