বস্ত্র শিল্পের দু’টি ক্ষেত্রে রফতানিতে ছাড়ের হার বাড়ানোর কথা জানাল কেন্দ্র। শুক্রবার বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, এমইআইএস প্রকল্পের আওতায় তৈরি পোশাক ও অ্যাপ্রন জাতীয় পণ্যের রফতানিতে ছাড় ২% থেকে বাড়িয়ে ৪% করা হয়েছে। তা মিলবে রফতানিমূল্যের উপরে। ছাড় কার্যকর ধরা হবে ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত।
বস্ত্র শিল্পের অভিযোগ, গত এক বছরে নোট বাতিল ও জিএসটি চালুর পরে ধাক্কা খেয়েছে তারা। বিক্ষোভ হয়েছে গুজরাত-সহ দেশের বিভিন্ন প্রান্তে। ২০১৬ সালের অক্টোবরের তুলনায় এই অক্টোবরে বস্ত্র রফতানি এক ধাক্কায় কমেওছে ৪০%। এই অবস্থায় উৎসাহ প্রকল্প দাবি করছিলেন রফতানিকারীরা।
বস্ত্র রফতানিকারীদের সংগঠন অ্যাপারেল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের পূর্বাঞ্চলীয় কর্তা অনিল বুচাসিয়া জানান, সিদ্ধান্তে তাঁরা খুশি। তবে আরও বেশি উৎসাহ প্রকল্প আশা করেছিলেন তাঁরা। এ দিন জিএসটিতে আগে মেটানো করের টাকা ফেরত পাওয়া নিয়েও রফতানিকারীদের সমস্যার দ্রুত সুরাহা করা হবে বলে আশ্বস্ত করেছে কেন্দ্র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy