Advertisement
০৫ নভেম্বর ২০২৪

রফতানিতে দ্বিগুণ ছাড় বস্ত্র শিল্পে

বস্ত্র শিল্পের অভিযোগ, গত এক বছরে নোট বাতিল ও জিএসটি চালুর পরে ধাক্কা খেয়েছে তারা। বিক্ষোভ হয়েছে গুজরাত-সহ দেশের বিভিন্ন প্রান্তে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ০৩:৩১
Share: Save:

বস্ত্র শিল্পের দু’টি ক্ষেত্রে রফতানিতে ছাড়ের হার বাড়ানোর কথা জানাল কেন্দ্র। শুক্রবার বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, এমইআইএস প্রকল্পের আওতায় তৈরি পোশাক ও অ্যাপ্রন জাতীয় পণ্যের রফতানিতে ছাড় ২% থেকে বাড়িয়ে ৪% করা হয়েছে। তা মিলবে রফতানিমূল্যের উপরে। ছাড় কার্যকর ধরা হবে ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত।

বস্ত্র শিল্পের অভিযোগ, গত এক বছরে নোট বাতিল ও জিএসটি চালুর পরে ধাক্কা খেয়েছে তারা। বিক্ষোভ হয়েছে গুজরাত-সহ দেশের বিভিন্ন প্রান্তে। ২০১৬ সালের অক্টোবরের তুলনায় এই অক্টোবরে বস্ত্র রফতানি এক ধাক্কায় কমেওছে ৪০%। এই অবস্থায় উৎসাহ প্রকল্প দাবি করছিলেন রফতানিকারীরা।

বস্ত্র রফতানিকারীদের সংগঠন অ্যাপারেল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের পূর্বাঞ্চলীয় কর্তা অনিল বুচাসিয়া জানান, সিদ্ধান্তে তাঁরা খুশি। তবে আরও বেশি উৎসাহ প্রকল্প আশা করেছিলেন তাঁরা। এ দিন জিএসটিতে আগে মেটানো করের টাকা ফেরত পাওয়া নিয়েও রফতানিকারীদের সমস্যার দ্রুত সুরাহা করা হবে বলে আশ্বস্ত করেছে কেন্দ্র।

অন্য বিষয়গুলি:

rebate Export Textile
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE