Advertisement
০৫ নভেম্বর ২০২৪

সাইরাসকে এ বার সরাল টাটা স্টিলও

টিসিএস ও টাটা গ্লোবাল বেভারেজেসের পরে এ বার টাটা স্টিলের চেয়ারম্যান পদ থেকে সরানো হল সাইরাস মিস্ত্রিকে। শুধু তা-ই নয়, সংস্থার পরিচালন পর্ষদ থেকে তাঁকে সরাতে ২১ ডিসেম্বর শেয়ারহোল্ডারদের বিশেষ সাধারণ সভাও ডেকেছে ইস্পাত তৈরির সংস্থাটি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ০৩:২৩
Share: Save:

টিসিএস ও টাটা গ্লোবাল বেভারেজেসের পরে এ বার টাটা স্টিলের চেয়ারম্যান পদ থেকে সরানো হল সাইরাস মিস্ত্রিকে। শুধু তা-ই নয়, সংস্থার পরিচালন পর্ষদ থেকে তাঁকে সরাতে ২১ ডিসেম্বর শেয়ারহোল্ডারদের বিশেষ সাধারণ সভাও ডেকেছে ইস্পাত তৈরির সংস্থাটি। ওই সভায় স্বাধীন ডিরেক্টরের পদ থেকে নুসলি ওয়াদিয়াকেও সরানোর প্রস্তাব তোলা হবে। যাঁর সঙ্গে হাত মিলিয়ে মিস্ত্রি টাটা সাম্রাজ্যের ভিত নড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছে টাটারা।

শুক্রবার টাটা স্টিলের পর্ষদে ১০ জন সদস্যের সিংহভাগই মিস্ত্রিকে চেয়ারম্যান পদ থেকে সরানোর পক্ষে সম্মতি দেন। এবং তাঁর জায়গায় স্বাধীন ডিরেক্টর এবং স্টেট ব্যাঙ্কের প্রাক্তন কর্ণধার ও পি ভট্টকে অন্তর্বর্তী চেয়ারম্যান করার কথা বলেন। এই সিদ্ধান্তকে তুলোধোনা করেছে মিস্ত্রি শিবির। সাইরাসের ঘনিষ্ঠ সূত্রের কথায়, ‘‘টাটাদের মূল্যবোধের এমন নজিরবিহীন অবক্ষয় টাটা ব্র্যান্ডের চূড়ান্ত ক্ষতি করবে মনে করি আমরা।’’ তাঁদের মতে, টাটা গোষ্ঠীর অন্তর্বর্তী চেয়ারম্যান রতন টাটার নেতৃত্বে নথিবদ্ধ সংস্থা পরিচালনারও যে নমুনা দিনের পর দিন পেশ করা হচ্ছে, তার থেকে নীচে নামা শক্ত। টাটা স্টিল অবশ্য জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে টাটা সন্সের তরফে যে নির্দেশ তারা পেয়েছে, তার ভিত্তিতেই এ দিন মিস্ত্রিকে সরিয়ে নতুন কাউকে অবিলম্বে তাঁর জায়গায় আনার প্রস্তাব পাশ হয় পর্ষদে।

অক্টোবরে টাটা গোষ্ঠীর মূল সংস্থা টাটা সন্স থেকে বিতাড়িত হন সাইরাস। টিসিএসে তাদের ৭৩.২৬% অংশীদারি থাকায় সেখানকার পর্ষদে ভোট ছাড়াই সরাসরি সরানো হয় মিস্ত্রিকে। তার পরে সিংহভাগ ডিরেক্টরের সায়ে সরতে হয় টাটা গ্লোবাল বেভারেজেসের শীর্ষ পদ থেকে। আর এ বার ওই একই পথে বিদায় টাটা স্টিল থেকেও।

অন্য বিষয়গুলি:

Cyrus Mistry Tata Steel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE