অবশেষে স্টেট ব্যাঙ্কের সঙ্গে ভারতীয় মহিলা ব্যাঙ্ক-কে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর আগে স্টেট ব্যাঙ্কের পাঁচ সহযোগী ব্যাঙ্ককে নিজেদের সঙ্গে মেশাতে চূড়ান্ত সায় মিলেছিল। কিন্তু তখন মহিলা ব্যাঙ্ক নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
সোমবার কেন্দ্রের তরফে দাবি, তিন বছরের পুরনো মহিলা ব্যাঙ্ক-কে স্টেট ব্যাঙ্কের ছাতার তলায় এনে পরিষেবার পরিধি বাড়ানোই এই সংযুক্তির মূল লক্ষ্য। যেখানে মূলত মহিলাদের বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া হবে। উল্লেখ্য, এখন মহিলা ব্যাঙ্কের ৭টি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত শাখা রয়েছে। অন্য দিকে, স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে মহিলা পরিচালিত শাখার সংখ্যা ১২৬টি।
এ দিকে, আগামী ১ এপ্রিল থেকেই পাঁচ সহযোগী ব্যাঙ্কের শাখাগুলি স্টেট ব্যাঙ্কের শাখা হিসেবে কাজ করবে বলে এ দিন বিজ্ঞপ্তিতে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy