বৃহস্পতিবার আর্থিক অনিয়মে অভিযুক্ত কার্লোসকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হল। ছবি: সংগৃহীত।
ইঙ্গিত ছিলই। তা সত্যি করে বৃহস্পতিবার আর্থিক অনিয়মে অভিযুক্ত কার্লোস ঘোসনকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করল নিসানের পরিচালন পর্ষদ, জানিয়েছে জাপানের এক সংবাদ মাধ্যম।
সংশ্লিষ্ট মহলের দাবি, এর জেরে অনিশ্চয়তার মেঘ ঘনিয়েছে ফরাসি গাড়ি বহুজাতিক রেনোর সঙ্গে জাপানি নিসানের ১৯ বছরের গাঁটছড়া ঘিরে। যার অন্যতম রূপকার ছিলেন ঘোসনই। সেই জোটে পরে যোগ দেয় জাপানের আর এক সংস্থা মিৎসুবিশি। আগামী সপ্তাহে তাদের পর্ষদের বৈঠকেও ঘোসনকে শীর্ষ পদ থেকে সরানো হতে পারে বলে ইঙ্গিত।
এক সময় নিসানকে দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছিলেন ঘোসন। অথচ সংস্থার তদন্তেই ধরা পড়েছে ২০১০ সাল পর্যন্ত পাঁচ বছর ধরে আয় কম করে দেখিয়েছেন তিনি। সংস্থার অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এই ষড়যন্ত্রে তাঁর দোসর ছিলেন নিসানের ডিরেক্টর গ্রেগ কেলি। জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছিল দু’জনকেই। এ দিন ঘোসনের পাশাপাশি সরতে হয়েছে কেলিকেও।
রেনো পর্ষদ যদিও ঘোসনকে শীর্ষ পদে রেখেছে এখনও। তবে সিওও থিয়েরি বোল্লরের হাতে তাঁর সমান ক্ষমতা দিয়েছে। নিসানের কাছে তদন্তের প্রমাণও চেয়েছে তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy