বিএসএনএলের পুনরুজ্জীবন পরিকল্পনায় কর্মীদের একাংশের জন্য যে স্বেচ্ছাবসর (ভিআরএস) প্রকল্প আনা হচ্ছে, সে কথা আগেই মেনেছেন রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির সিএমডি অনুপম শ্রীবাস্তব। সংশ্লিষ্ট সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক চললে এ মাসের মাঝামাঝি ওই প্রকল্প চূড়ান্ত হতে পারে। ১৬ এপ্রিল সংস্থা পর্ষদের বৈঠকে প্রস্তাবটি নিয়ে আলোচনা হওয়ার কথা। নির্বাচন কমিশনের ছাড়পত্র পেলে তার পরে তা কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠাবে টেলিকম দফতর (ডট)। তবে কর্মী মহলে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আচমকা এ নিয়ে এত তাড়াহুড়ো করছে কেন কেন্দ্র? বিশেষত ক’দিনের মধ্যেই যেখানে ভোট পর্ব শুরু হয়ে যাচ্ছে।
বিভিন্ন সূত্রের দাবি, অনেকেই মনে করছিলেন, আসলে ইচ্ছে করেই রাষ্ট্রায়ত্ত সংস্থাটিকে রুগ্ণ করে গুটোনোর পথে হাঁটতে চায় কেন্দ্র। সরকারি মহলে আশঙ্কা দানা বাঁধে, ভোটের আগে এ নিয়ে ‘ভুল’ বার্তা যাবে অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার কাছেও। তার পরেই পুনরুজ্জীবন প্রকল্প।
সূত্রের দাবি, বিএসএনএল, এমটিএনএল ও ডট কর্তাদের সঙ্গে বৈঠকে দ্রুত ভিআরএস প্রকল্প নিয়ে এগোনোর নির্দেশ দিয়েছিল প্রধানমন্ত্রীর দফতর। তবে এখন এতে নির্বাচন কমিশনের সায় জরুরি।
ভোট বয়কটের ডাক: মাস ছয়েক বেতন না পাওয়ায় ভোট বয়কটের ডাক দিয়ে ধর্মঘট শুরু করেছেন বিএসএনএলের শিলিগুড়ি কেন্দ্রের ৩৫০ অস্থায়ী কর্মী। অভিযোগ, আগে দু’তিন মাস অন্তর বেতন পেলেও সেপ্টেম্বর থেকে মিলছে না। আপাতত দু’মাসের মজুরি দেবে বলে জানিয়েছে সংস্থা। পশ্চিমবঙ্গ কনট্র্যাকচুয়াল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি রাজীব মণ্ডল বলেন, ‘‘ভোটের আগে মজুরি পেলে ধর্মঘট তোলা হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy