Advertisement
০৩ নভেম্বর ২০২৪

ঘুরে দাঁড়াচ্ছে বেঙ্গল কেমিক্যালস

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় প্রতিষ্ঠিত শতাব্দী প্রাচীন ও ঐতিহ্যশালী এই ওষুধ সংস্থাটি রুগ্‌ণ হতে শুরু করেছিল তাঁর মৃত্যুর পর থেকেই।

গত তিন বছর টানা মুনাফার মুখ দেখতে চলেছে এক সময় কেন্দ্রের বিলগ্নিকরণ প্রস্তাবের তালিকায় ঢুকে পড়া রাষ্ট্রায়ত্ত সংস্থা বেঙ্গল কেমিক্যালস। —ফাইল চিত্র।

গত তিন বছর টানা মুনাফার মুখ দেখতে চলেছে এক সময় কেন্দ্রের বিলগ্নিকরণ প্রস্তাবের তালিকায় ঢুকে পড়া রাষ্ট্রায়ত্ত সংস্থা বেঙ্গল কেমিক্যালস। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০২:৫৬
Share: Save:

প্রায় ছয় দশক পরে ২০১৬-১৭ সালে প্রথম বার লাভের মুখ দেখেছিল রুগ্‌ণ হয়ে পড়া বেঙ্গল কেমিক্যালস। ঘুরে দাঁড়ানোর সেই পথে হেঁটে গত তিন বছর টানা মুনাফার মুখ দেখতে চলেছে এক সময় কেন্দ্রের বিলগ্নিকরণ প্রস্তাবের তালিকায় ঢুকে পড়া রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। সংস্থার তরফে দাবি, চলতি আর্থিক বছরের প্রথম ন’মাসেই ১৬.৩ কোটি টাকা মুনাফা করেছে তারা।

উল্লেখ্য, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় প্রতিষ্ঠিত শতাব্দী প্রাচীন ও ঐতিহ্যশালী এই ওষুধ সংস্থাটি রুগ্‌ণ হতে শুরু করেছিল তাঁর মৃত্যুর পর থেকেই। তবে গত দু’বছরে তারা লাভের মুখ দেখেছে। যার পরিমাণ যথাক্রমে ৪.৫১ কোটি ও ১০.০৬ কোটি টাকা।

এ বার ২০১৮-১৯ অর্থবর্ষে তা আগের বারের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে ২২ কোটিতে পৌঁছবে বলে আশা সংস্থা কর্তৃপক্ষের।

অন্য বিষয়গুলি:

Bengal Chemicals Pharma Company
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE