নোট বাতিলের জন্য ঠিক মতো প্রস্তুত হতে ব্যাঙ্কগুলির আরও সময় দরকার ছিল বলে দাবি করলেন স্টেট ব্যাঙ্কের প্রাক্তন কর্ণধার অরুন্ধতী ভট্টাচার্য। বৃহস্পতিবার তিনি বলেন, আরও ভাল ভাবে প্রস্তুত হওয়ার সময় পেলে, ব্যাঙ্কের উপরে চাপ কম পড়ত। নোট বাতিলের পদক্ষেপ আদৌ সঠিক কি না, তা ভেবে দেখতেও আরও সময় নেওয়া উচিত ছিল বলে দাবি তাঁর।
গত ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গেই অরুন্ধতীদেবীর অভিযোগ, এক জায়গা থেকে অন্য জায়গায় নোট নিয়ে যেতে পুলিশের সঙ্গে কথা বলা, কনভয়ের বন্দোবস্ত, যাতায়াতের রাস্তা ঠিক করার মতো নানা বিষয় জড়িয়ে থাকে। তাই বাড়তি সময় নিয়ে তৈরি হলে তার ফলও ভাল হয় বলে দাবি করেন তিনি।
তবে একই সঙ্গে নোটবন্দির সুফলের কথাও জানান তিনি। অরুন্ধতী-দেবী বলেন, এতে করদাতার সংখ্যা ৪০% বেড়েছে, বৃদ্ধি পেয়েছে ডিজিটাল লেনদেন ও কমেছে বড় নোটের ব্যবহার। প্রযুক্তির সাহায্যে এখন লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বিশ্লেষণ করা সম্ভব। ফলে কালো টাকা লেনদেন করে
কেউ পার পাবেন না বলে দাবি তাঁর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy