Advertisement
০৩ নভেম্বর ২০২৪

অক্টোবরেই নিলাম আরও ৮২টি খনির

আগামী অক্টোবরের শেষের দিকে আরও ৮২টি খনি ব্লক নিলাম করবে কেন্দ্র। শনিবার বণিকসভা সিআইআই-এর সভায় এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় ইস্পাত ও খনি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। প্রথম পর্যায়ের জন্য ওই ৮২টি খনি ব্লককে চিহ্নিত করেছে কেন্দ্র। পরের পর্যায়ের জন্য আরও ৯৬টি ব্লককে আলাদা করা হয়েছে। বিভিন্ন রাজ্যের খনিজ নিগমগুলির তথ্যের ভিত্তিতেই ওই সব ব্লককে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন তোমর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৫ ০২:৩৮
Share: Save:

আগামী অক্টোবরের শেষের দিকে আরও ৮২টি খনি ব্লক নিলাম করবে কেন্দ্র। শনিবার বণিকসভা সিআইআই-এর সভায় এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় ইস্পাত ও খনি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর।

প্রথম পর্যায়ের জন্য ওই ৮২টি খনি ব্লককে চিহ্নিত করেছে কেন্দ্র। পরের পর্যায়ের জন্য আরও ৯৬টি ব্লককে আলাদা করা হয়েছে। বিভিন্ন রাজ্যের খনিজ নিগমগুলির তথ্যের ভিত্তিতেই ওই সব ব্লককে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন তোমর।

সিআইআই-এর খনি সংক্রান্ত জাতীয় কমিটির চেয়ারম্যান তথা এনএমডিসি-র সিএমডি নরেন্দ্র কোঠারি এ ব্যাপারে সাত দফা ‘অ্যাকশন প্ল্যান’ পেশ করেন সভায়।

অন্য বিষয়গুলি:

coal block allocation October CII
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE