Advertisement
০৫ নভেম্বর ২০২৪

কর্মীদের সঙ্গে রফার প্রস্তাব মন্ত্রীকে জানাল ডানকান গোষ্ঠী

চা বাগান স্বাভাবিক করতে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসবেন ডানকান গোষ্ঠীর প্রতিনিধিরা। গোষ্ঠীর তরফ থেকে সে কথাই জানানো হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী নির্মলা সীতারামন। গত সোমবার শিলিগুড়িতে ডানকান গোষ্ঠীর কর্ণধার জিপি গোয়েন্‌কার সঙ্গে বৈঠক করেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৬ ০১:৪৬
Share: Save:

চা বাগান স্বাভাবিক করতে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসবেন ডানকান গোষ্ঠীর প্রতিনিধিরা। গোষ্ঠীর তরফ থেকে সে কথাই জানানো হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী নির্মলা সীতারামন। গত সোমবার শিলিগুড়িতে ডানকান গোষ্ঠীর কর্ণধার জিপি গোয়েন্‌কার সঙ্গে বৈঠক করেন তিনি। রাতে বৈঠকের পরে মন্ত্রী বলেন, ‘‘ডানকানের সঙ্গে কথা হয়েছে। ওরা জানিয়েছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করবে। বাগান স্বাভাবিক হবে বলেই আমাকে জানানো হয়েছে।’’ গোষ্ঠীর তরফেও দাবি, বিভিন্ন বকেয়া মেটানো নিয়ে শীঘ্রই তারা শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসবে। সব কিছু ঠিকঠাক চললে আজ, বুধবার সেই আলোচনা হতে পারে।

গত সোমবার বৈঠক সেরে বেরোনোর সময়ে জিপি গোয়েন্‌কাও বলেন, ‘‘খুব দ্রুত বাগান স্বাভাবিক হবে।’’ বন্ধ বাগান নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি এ দিনও জানিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে সোমবার উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। চা বাগান নিয়ে রাজ্যে গঠিত উচ্চ পর্যায়ের মন্ত্রিগোষ্ঠীর সদস্য পার্থবাবু। ডানকান প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ওই গোষ্ঠীর বাগানগুলির পরিস্থিতি স্বাভাবিক করতে মুখ্যমন্ত্রীই প্রথমে উদ্যোগী হয়েছিলেন। আশা করছি, দ্রুত বাগানগুলির কাজকর্ম স্বাভাবিক হবে।’’

অন্য বিষয়গুলি:

Duncan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE