গানে আর স্মৃতিচারণে প্রয়াত লোকসঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে শ্রদ্ধা, ভালবাসা জানালেন সিলেটের মানুষ। ‘লোকগানের প্রখ্যাত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য স্মরণে’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে সিলেটের নাট্য সংগঠন নগরনাট। গতকাল সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার মঞ্চে অনুষ্ঠিত প্রায় দু’ঘন্টাব্যাপী এই স্মরণ অনুষ্ঠানে কথার ফাঁকে ফাঁকে লোকগান পরিবেশন করে নগরনাটের শিল্পীরা।
আরও পড়ুন, অনিচ্ছাকৃত খুনের মামলায় ধৃত কালিকার গাড়ির চালক
বিভিন্ন সময় কালিকাপ্রসাদের সান্নিধ্য পাওয়ার স্মৃতিচারণ করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, নাট্যকর্মী ও সংগঠক আনোয়ার হোসেন রনি, হুমায়ুন কবির জুয়েল, সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশিস দেবু, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সুহেল রানা।
স্মৃতিচারণায় উঠে আসে, কালিকাপ্রসাদ শুধু একজন শিল্পীই ছিলেন না, বাংলার লোকসঙ্গীত ছিল তাঁর প্রাণ। এপার বাংলার লোকসঙ্গীতকে তিনি ছড়িয়ে দিয়েছেন ওপার বাংলায়। তাঁর প্রচেষ্টাতেই এদেশের গ্রামবাংলার গান এখন পশ্চিমবঙ্গের নতুন প্রজন্মের মুখে মুখে। এসব গানের চর্চার মধ্য দিয়েই কালিকাপ্রসাদকে বাঁচিয়ে রাখতে হবে।
আরও পড়ুন, হ্যাকার হয়ে কোটি টাকা কামান এই ভারতীয় যুবক
বাংলাদেশের চলচ্চিত্র ‘ভুবন মাঝি’র জন্য কালিকাপ্রসাদের তৈরি গান ‘আমি তোমারই নাম গাই’ দিয়ে পরিবেশনা শুরু করে নগরনাট। এরপর একে একে তাঁরা পরিবেশন করে ‘গাড়ি চলে না’, ‘মিলন হবে কত দিনে’, ‘আমার মন যখন জাগলি না রে’, ‘ভাল আছি ভাল থেকো’র মতো গান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy