হাসপাতালে আহত পুরোহিত। ছবি সৌজন্য বাংলা ট্রিবিউন।
ঝিনাইদহের পর এ বার সাতক্ষীরা। বাংলাদেশে পুরোহিত খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ফের হামলা হল আর এক পুরোহিতের উপর। শনিবার ভোরে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের ইসকন মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় মানুষ জানাচ্ছেন, রাতে মন্দিরেই ঘুমোতেন ভবসিন্ধুবাবু। শনিবার স্থানীয় সময় ভোর ৪ টে নাগাদ জনা ছ’য়েক দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে মন্দিরে ঢোকে। এর পরেই ঘুমিয়ে থাকা পুরোহিতকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে তারা। চিৎকার শুনে লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আহত পুরোহিতের চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কারা এর পিছনে আছে এখনও পরিষ্কার হয়নি।
গত কয়েক মাস ধরে বেশ কয়েক জন সংখ্যালঘু পুরোহিত বা পাদ্রির উপর হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে। শুক্রবার ভোরে ঝিনাইদহের মধুপুরে কাস্টসাপরা রাধামদন গোপাল মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে (৫০) কুপিয়ে খুন করে যায় মোটরসাইকেলে আসা তিন দুষ্কৃতী। মাসখানেক আগে ঝিনাইদহেই কুপিয়ে মারা হয়েছিল আর এক পুরোহিতকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy