প্রতীকী ছবি।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন এক ‘স্বর্ণখনি’! নিয়মিত ভাবে সেখান থেকে বাজেয়াপ্ত হচ্ছে চোরাই সোনা। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিতে নিত্য নতুন অভিনব পন্থা বের করছে চোরাচালানকারীরা।
এমনই এক অভিনব উপায়ে এক কেজি-র বেশি সোনা পাচারের চেষ্টা করার সময় এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার ভোরে ওই যাত্রীকে আটকের পর তার পায়ুপথ থেকে প্রতিটি ১০০ গ্রাম ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়। ওই যাত্রী মালয়েশিয়া থেকে এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে গেরিলা মুক্তিযোদ্ধাদের স্বীকৃতির রায় বহাল
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। ব্যক্তিগত ভাবে সে ওই সোনা নিয়ে আসছিল, না কি কোনও চক্রের হয়ে কাজ করছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।
উদ্ধার হল সোনার বার। দেখুন ভিডিও:
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy