বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন স্বর্ণখনি। মাত্র এক মাসে চল্লিশ কেজির বেশি সোনা উদ্ধারের পর এ কথা না বলে তো আর উপায় নেই। গত কয়েকদিনে পর পর বেশ কয়েকটি সোনার চালান বাজেয়াপ্ত পর আজ সোমবার বিমানবন্দরটি থেকে উদ্ধার করা হল আরও ১১ কেজি সোনা।
মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে আসা একটি বিমানের আসনের নীচ থেকে সাড়ে ১১ কেজি সোনা উদ্ধার করেছেন শাহজালাল বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা।
এ ব্যাপারে ঢাকা কাস্টম হাউজের সহকারী পরিচালক আহসান কবির জানান, দোহা থেকে ছেড়ে আসা কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইট সোমবার বেলা ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। গোপন খবরের ভিত্তিতে ওই বিমানে তল্লাশি চালিয়ে একটি আসনের নীচে কৌশলে লুকিয়ে রাখা ১০০টি সোনার বার পাওয়া যায়।
আহসান কবির আরো জানান, উদ্ধার করা সোনার ওজন ১১ কেজি ৬০০ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ছয় কোটি টাকা।
কাস্টমস কর্মকর্তা আরও জানান, ওই সোনা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তবে কারা ওই চালান এনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy