বিরোধীদের দাবি, পুরসভার সঙ্গে প্রোমোটারদের ‘যোগসাজস’ এমনই যে, ‘মাঘ উৎসব’ উৎসবের তোরণে প্রোমোটারের বিজ্ঞাপনে জ্বলজ্বল করছে পুরপ্রধানের ছবি।
শিশু মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতের আত্মীয়স্বজনেরা তো বটেই, পাড়া-প্রতিবেশীরা যান ওই চিকিৎসকের চেম্বারে। রীতিমতো ঝামেলা শুরু হয়।