মত্ত যুবকদের মারে কপাল ফাটল পুলিশকর্মীর। —নিজস্ব চিত্র।
মত্ত যুবকদের মারে কপাল ফাটল পুলিশকর্মীর। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানা এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, সন্ধ্যায় কয়েক জন যুবক পিকনিক করে ডিজে বাজিয়ে বর্ধমান-নবদ্বীপ রাজ্য সড়ক ধরে ফিরছিলেন। দেওয়ানদিঘী থানার কুড়মুন এলাকায় নাচানাচি শুরু করেন তাঁরা। তাতে রাস্তায় যানজট হয়। খবর পেয়ে ওই জায়গায় যায় পুলিশ। গানবাজনার শব্দ কমিয়ে রাস্তা ছাড়ার কথা বলতেই পুলিশের সঙ্গে বিতণ্ডা শুরু হয় যুবকদের। অভিযোগ, ওই যুবকেরা সকলেই মত্ত অবস্থায় ছিলেন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন বলে অভিযোগ। একটি ইটের ঘায়ে জখম হন পুলিশ কর্মী। ওই পুলিশকর্মীকে প্রথমে কুড়মুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।
অন্য দিকে গন্ডগোলের খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিশবাহিনী যায় ঘটনাস্থলে। গ্রেফতার করা হয়েছে মোট ন’জনকে। বাজেয়াপ্ত করা হয় সাউন্ড সিস্টেম।