Child Death

‘গাফিলতি’তে শিশুমৃত্যু! অন্ডালে চিকিৎসকের চেম্বারে ভাঙচুর, থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশের

শিশু মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতের আত্মীয়স্বজনেরা তো বটেই, পাড়া-প্রতিবেশীরা যান ওই চিকিৎসকের চেম্বারে। রীতিমতো ঝামেলা শুরু হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ২৩:০৩
আক্রান্ত পুলিশ অফিসার।

আক্রান্ত পুলিশ অফিসার। — নিজস্ব চিত্র।

ভুল চিকিৎসা করেছেন চিকিৎসক। তাতেই নাকি মৃত্যু হয়েছে বছর ছয়ের এক শিশুর! এই অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার উখড়া এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে থামাতে গিয়ে আক্রান্ত হলেন অন্ডাল থানার ওসি।

Advertisement

অভিযোগ, চিকিৎসকের চেম্বারে ভুল চিকিৎসা হয়েছে গোবিন্দ বাউরি নামের এক শিশুর। মৃতের মামা রাজু বাউরি জানান, পায়খানা ও বমি নিয়ে শুক্রবার তাঁর ভাগ্নেকে চিকিৎসকের চেম্বারে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসক তেমন আমল দেননি। একটা ইঞ্জেকশন এবং কিছু ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু বাড়িতে আনার পরও শিশুটির অবস্থার উন্নতি হয়নি। পরে আবার চিকিৎসকের চেম্বারে নিয়ে যান বাড়ির লোকেরা। তখন গোবিন্দকে মৃত বলে ঘোষণা করা হয়।

এই খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতের আত্মীয়স্বজনেরা তো বটেই, পাড়া-প্রতিবেশীরা যান ওই চিকিৎসকের চেম্বারে। রীতিমতো ঝামেলা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অন্ডাল থানার পুলিশ। তবে পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন অন্ডাল থানার ওসি মেঘনাদ মণ্ডল। অভিযোগ, সে সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটে মাথা ফাটে তাঁর। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Advertisement
আরও পড়ুন