AMRUT Scheme

ত্রুটি শুধরে রাস্তার কাজ, ধুলোঝড়

পুরসভা ও সুডা সূত্রে জানা যায়, দু’সপ্তাহ আগে সুডার নির্দেশে এমইডির ইঞ্জিনিয়াররা ‘পেভার ব্লক’ বসানো রাস্তাগুলি পরিদর্শনে গিয়েছিলেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ০৯:১১
ধুলোয় ঢেকেছে পারাজ মোড় থেকে শিল্ল্যা যাওয়ার পথ। গলসির জাগুলিপাড়ায়।

ধুলোয় ঢেকেছে পারাজ মোড় থেকে শিল্ল্যা যাওয়ার পথ। গলসির জাগুলিপাড়ায়। ছবি: কাজল মির্জা।

কেন্দ্রের আম্রুত প্রকল্পে বর্ধমান শহরে আটটি রাস্তায় ‘পেভার ব্লক’ বসানোর কাজ চলছে। ওই রাস্তারই কিছু জায়গাতে পিচেরও আস্তরণ পড়ছে। আলমগঞ্জ রোড-সহ কয়েকটি রাস্তা রাজ্য নগর উন্নয়ন সংস্থার (সুডা) ইঞ্জিনিয়াররা পরিদর্শন করেছেন। পরিদর্শনে বেশ কিছু এলাকায় ত্রুটি ধরা পড়েছে বলে প্রশাসন সূত্রের খবর। কাজের মান নিয়ে প্রশ্ন থাকায় তা আটকে ছিল। ওই রাস্তার কাজে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাসমূহের ইঞ্জিনিয়ারিং (এমইডি) দফতরকে। কোন রাস্তা কোন ইঞ্জিনিয়ার দেখবেন, তা এমইডি ঠিক করে দিয়েছে। পুরসভার রাস্তায় বসানো ‘পেভার ব্লকের’ মান যাচাই করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সুডার এক ইঞ্জিনিয়ার বলেন, “ওই সব ত্রুটি সংশোধনের পরে দু’তিনটি রাস্তার কাজ বুধবার ফের শুরু হয়েছে।”

Advertisement

পুরসভা ও সুডা সূত্রে জানা যায়, দু’সপ্তাহ আগে সুডার নির্দেশে এমইডির ইঞ্জিনিয়াররা ‘পেভার ব্লক’ বসানো রাস্তাগুলি পরিদর্শনে গিয়েছিলেন। আলমগঞ্জ রোডে গিয়ে তাঁরা দেখেন, ‘পেভার ব্লক’ বসানোর জন্যে রাস্তার দু’ধারে ঢালাই করা প্রয়োজন। এক দিকে ঢালাই থাকলেও অন্য দিকে সব জায়গায় নেই। ঢালাইয়ের মানও ভাল নয়। এ ছাড়া, বেশ কিছু রাস্তায় ‘পেভার ব্লক’ বসানোর কাজে কোথাও প্রয়োজনের চেয়ে বেশি বালি, কোথাও আবার কম বালি দেওয়া হয়েছে। সে কারণে ‘পেভার ব্লক’ অসমান হয়ে গিয়েছে। এ রকম নানা ত্রুটি সংশ্লিষ্ট ঠিকাদারদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন এমইডি-র ইঞ্জিনিয়াররা। কাজ বন্ধ থাকার ফলে বেশির ভাগ রাস্তাতেই ধুলোর ঝড় উঠছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী থেকে শুরু করে পথচারী— নাজেহাল হচ্ছেন সকলেই।

পুরসভা সূত্রে জানা যায়, আলমগঞ্জের রাস্তার জন্য ১ কোটি ২১ লক্ষ টাকা, শুলিপুকুরের রাস্তার জন্য ১ কোটি ৩৮ লক্ষ টাকা, বোরহাটের রাস্তার জন্য ১ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এ ছাড়া, জলকল, নার্স কোয়ার্টার মোড়ের রাস্তা, সর্বমঙ্গলা মন্দির যাওয়ার রাস্তাতেও ‘পেভার ব্লক’ বসেছে। সর্বমঙ্গলা মন্দিরে যাওয়ার রাস্তার কাজ নিয়ে পুরসভার কর্তারা ক্ষোভপ্রকাশ করেছেন। সম্প্রতি পুরপ্রধান পরেশ সরকার বর্ধমান পুরসভায় এমইডি, পুরসভার ইঞ্জিনিয়ারিং দফতর, ঠিকাদারদের নিয়ে বৈঠক করেন।

সূত্রের খবর, এমইডি ওই সব রাস্তায় যে ত্রুটিগুলি চিহ্নিত করেছে, সেগুলি দ্রুত ঠিক করার নির্দেশ দিয়েছেন পুরপ্রধান। বালির স্তর ঠিক করার নির্দেশও দেওয়া হয়েছে। পুরসভার দাবি, মঙ্গলবার থেকেই ‘পেভার ব্লক’ সরিয়ে সেই কাজ শুরু করেছেন ঠিকাদাররা। পুরপ্রধান বলেন, “আমি নিজেও ওই সব রাস্তা পরিদর্শন করেছি। রাস্তার উপরে থাকা ধুলো পরিষ্কার করার নির্দেশদেওয়া হয়েছে।”

Advertisement
আরও পড়ুন