Thief

পুলিশের বাড়িতে চুরি! দুর্গাপুরে ছেলেকে নিয়ে ঘরে ঢুকে চোখ কপালে উঠল পুলিশ-পত্নীর

শুক্রবার দুর্গাপুর থানার সিটি সেন্টার হাউসিং-এর ডি সিক্স কোয়ার্টারে চুরির ঘটনা ঘটেছে। ওই কোয়ার্টারে স্ত্রী-পুত্রকে নিয়ে থাকেন এএসআই সঞ্জয় আকুলি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৮:১০
পুলিশের ঘরে ঢুকে আলমারি খুলে টকা-গয়না নিয়ে গিয়েছে চোর।

পুলিশের ঘরে ঢুকে আলমারি খুলে টকা-গয়না নিয়ে গিয়েছে চোর। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

পুলিশের এক এএসআইয়ের বাড়িতে ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে গেল চোরের দল। চুরি হয়েছে অলঙ্কার এবং মোটা অঙ্কের নগদ টাকা। এবং চুরিটা হয়েছে দিনের বেলায়। শুক্রবার পুলিশের বাড়িতে চুরির ঘটনায় শোরগোল শুরু হয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার সিটি সেন্টার হাউসিং চত্বরে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার দুর্গাপুর থানার সিটি সেন্টার হাউসিং-এর ডি সিক্স কোয়ার্টারে চুরির ঘটনা ঘটেছে। ওই কোয়ার্টারে স্ত্রী-পুত্রকে নিয়ে থাকেন এএসআই সঞ্জয় আকুলি। আগে তিনি দুর্গাপুরে কর্মরত ছিলেন। এখন পুরুলিয়ার পুলিশ লাইনে রয়েছেন। শুক্রবার কর্মসূত্রে সঞ্জয় বাইরে ছিলেন। ছেলেকে স্কুল থেকে আনতে বেরিয়েছিলেন পুলিশকর্মীর স্ত্রী সাথী আকুলি।

অভিযোগ, ওই আধ ঘণ্টার মধ্যেই গোটা অপারেশন হয়েছে। ঘরের মূল দরজার তালা ভেঙে ঘরে ঢোকে চোর। তার পর আলমারি খুলে জিনিসপত্র চুরি করা হয়। সাথী ছেলেকে নিয়ে যখন ঘরে ঢোকেন, তখন দেখেন গোটা কোয়ার্টার লন্ডভন্ড। জিনিসপত্র মেঝেয় গড়াচ্ছে। মূল দরজার তালা ভাঙা দেখে তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

চুরির ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশকর্মীর স্ত্রী বলেন, ‘‘সকাল সাড়ে ১১টার সময় ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। দুপুর ১২টার সময় বাড়ি ফিরে আসি। কিন্তু ফিরে দেখি দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখি আলমারিও খোলা। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে জিনিসপত্র।’’ তিনি দাবি করেছেন, নগদ ১৫ হাজার টাকা এবং কিছু অলঙ্কার চুরি হয়েছে। দিনের বেলায় পুলিশের বাড়িতেই চুরির ঘটনায় শোরগোল এলাকায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়েরা। ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্ত জানান, চুরির ঘটনার কিনারার জন্য তদন্ত শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন