গঙ্গাসাগরে পুণ্যার্থীর তিন লক্ষাধিক টাকা এবং মোবাইল ছিনতাই করে পালাল ছিনতাইকারীরা। সব খুইয়ে মেলা চত্বরেই কান্নায় ভেঙে পড়লেন উলুবেড়িয়া থেকে গঙ্গাসাগরে আসা প্রৌঢ়।
রবিবার দুপুরে সাগরদ্বীপের সুমতিনগরের সমুদ্র সৈকতে ভেসে এল একটি তিমির মৃতদেহ। সেটি উদ্ধার করে নিয়ে যান বনদফতরের কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এই তিমিটিও প্রায় ২০ ফুট লম্বা। দেহে পচন ধরে গিয়েছিল।