Science

মৌলিক বিজ্ঞানচর্চায় গুরুত্বদানের পরামর্শ

বিজ্ঞান এবং আমলাতন্ত্রের যৌথ উদ্যোগের কথা বলতে গিয়ে আমেরিকার পরমাণু বোমা তৈরির প্রকল্প ম্যানহাটন প্রজেক্ট ও ওপেনহাইমার সিনেমার উল্লেখও করেন তিনি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ০৫:৫৭

— প্রতীকী চিত্র।

উন্নয়নের ক্ষেত্রে শুধু প্রযুক্তি নয়, বরং মৌলিক বিজ্ঞানের গবেষণারও প্রয়োজন বলে জানালেন বিশিষ্ট জৈব-রসায়নবিদ পদ্মনাভন বলরাম। শনিবার সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজ়িক্স-এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধান বক্তা হিসেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স-এর প্রাক্তন অধিকর্তা বলরাম বলেন যে মৌলিক গবেষণার সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন প্রয়োজন। কারণ, এ পর্যন্ত মানব সমাজের উন্নয়নে যে যে প্রযুক্তি কাজে এসেছে তার পিছনে মৌলিক বিজ্ঞানের গবেষণার অবদান আছে।

Advertisement

বিজ্ঞান এবং আমলাতন্ত্রের যৌথ উদ্যোগের কথা বলতে গিয়ে আমেরিকার পরমাণু বোমা তৈরির প্রকল্প ম্যানহাটন প্রজেক্ট ও ওপেনহাইমার সিনেমার উল্লেখও করেন তিনি। আমেরিকার ওই প্রকল্পে বিজ্ঞানী ওপেনহাইমার এবং সামরিক অফিসারের যুগলবন্দি বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ ছিল।

এ দিনের অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যন্ত্রবুদ্ধির কথাও উঠে এসেছে। দেশের পরমাণু শক্তি সচিব তথা পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অজিতকুমার মোহান্তি বলেন, ‘‘কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বেড়ে যাওয়ায় অনেকেই ভাবছেন যে শিক্ষা, গবেষণা ক্ষেত্রেও মানুষের প্রয়োজন কমবে। কিন্তু তা হওয়ার নয়। কারণ, মানুষই কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে। সামগ্রিক ভাবে মানবসমাজ যে প্রশ্নের উত্তর জানে না তার উত্তর কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে পাওয়া সম্ভব নয়।’’ দেশের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা যে ক্রমশ উন্নত হচ্ছে তাও জানান অজিতকুমার। তিনি বলেন, ‘‘জ্যোতির্বিজ্ঞান চর্চার জন্য লাদাখের হানলেয় একাধিক উন্নত টেলিস্কোপ বসানো হয়েছে। ভৌগোলিক অবস্থানের গুরুত্ব বিচার করে অন্যান্য দেশও সেখানে টেলিস্কোপ বসাতে চাইছে।’’

Advertisement
আরও পড়ুন