স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৪ জানুয়ারি সর্বাঙ্গপুর এলাকায় গুলি ছোড়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই দিন দুষ্কৃতীর ছোড়া গুলিতে জখম হন রিন্টু বিশ্বাস নামে এক যুবক।
গোয়েন্দা সূত্রে খবর, ওই বিস্ফোরণকাণ্ডে জড়িতরা আরও কোনও বড় নাশকতার ছক করছে। পরিকল্পনা বাস্তবায়িত করতে জেল থেকে বসেই নাকি ছক কষছে জঙ্গিরা।