Howrah Fire Incident

ডোমজুড়ে দড়ি কারখানায় অগ্নিকাণ্ড! আতঙ্ক ছড়াল এলাকায়, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ পাকুরিয়া মোড়ের কাছে ওই দড়ি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৩:০৩
হাওড়ায় দড়ি কারখানায় আগুন। রবিবার সকালে।

হাওড়ায় দড়ি কারখানায় আগুন। রবিবার সকালে। —নিজস্ব চিত্র।

হাওড়ার ডোমজুড়ে একটি দড়ি কারখানায় আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ পাকুরিয়া মোড়ের কাছে ওই দড়ি কারখানায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল। দমকলের সাতটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।

Advertisement

যে সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই সময় ওই কারখানায় কাজ করছিলেন শ্রমিকেরা। প্রত্যেককেই অবশ্য নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়েছে। ওই কারখানার পাশেই রয়েছে আরও বেশ কয়েকটি কারখানা। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়। তবে দমকল সূত্রে খবর, আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন। দমকলকর্মীদের সহযোগিতা করতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও।

Advertisement
আরও পড়ুন