মহেন্দ্র সিংহ ধোনি: তাঁর বরফ শীতল মস্তিষ্কর জন্য ‘ক্যাপ্টেন কুল’য়ের তকমা পেয়েছেন বেশ কয়েক বছর। এ হেন মহেন্দ্র সিংহ ধোনিও মেজাজ হারিয়ে আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে মাইক হাসির স্টাম্পিংয়ের নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে রীতিমতো তর্কে জড়িয়ে পড়েন তিনি।
মাঠে এঁদের সকলেরই পরিচয় কুল ক্রিকেটার হিসাবে। জেন্টলন্যানস গেমের আদর্স জেন্টলম্যান বলতে সবার আগে এঁদের নামই মুখে আসে। কিন্তু এমনও কিছু উদাহরণ রয়েছে, যখন এই ভদ্র ক্রিকেটাররাই মেজাজ হারিয়েছেন। গাওস্কর থেকে দ্রাবিড়, কালিস থেকে মহেন্দ্র সিংহ ধোনি— কে নেই সেই তালিকায়! এক নজরে দেখে নেওয়া যাক এমনই আট ঘটনা।
আরও পড়ুন:
আইপিএলের ১০ লজ্জার রেকর্ড
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy