শহরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ফাইল চিত্র।
রোদ ঝলমলে আকাশ দিয়ে শুক্রবারের সকাল শুরু হয়েছে কলকাতায়। তবে বেলা গড়ালেই ভোল পাল্টাতে পারে শহরের আকাশের। দিনভর বিক্ষিপ্ত ভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মহালয়ার আগে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। যার জেরে অনেকটাই স্বস্তি পেয়েছেন পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ। একেবারে দোরগোড়ায় পুজো। এই পরিস্থিতিতে ভারী বর্ষণ হলে সমস্যা হতে পারে।
তবে, দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।