World Cup 2026

আগামী বিশ্বকাপে খেলানোর জন্য মেসিকে চাপ দিতে চান না স্কালোনি, লিয়ো কি কোচের পরিকল্পনায় নেই?

আগামী বিশ্বকাপে খেলার বিষয়টি নিশ্চিত করেননি লিয়োনেল মেসি। আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনিও এখন সিদ্ধান্ত নিতে চান না। মেসিকে চাপ দিয়ে বিশ্বকাপ খেলাতে চান না তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৭:৩৩
Share:
picture of Lionel Messi

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

গত বার লিয়োনেল মেসির নেতৃত্বে ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে এলএমটেনকে? মেসি নিজে সম্ভাবনা উড়িয়ে দেননি। তাঁর একাধিক সতীর্থও চান, ২০২৬ সালের বিশ্বকাপে তিনি খেলুন। সবটাই নির্ভর করবে বিশ্বকাপের সময় মেসির কী অবস্থায় থাকবেন তার উপর। কিন্তু আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনির পরিকল্পনায় কি তিনি আছেন?

Advertisement

বিশ্বজয়ী অধিনায়ককে দলে চান স্কালোনিও। তবে এখন কোনও সিদ্ধান্ত নিতে চান না আর্জেন্টিনার কোচ। তাঁর বক্তব্য, মেসির বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। এক সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, ‘‘হাতে অনেক সময় রয়েছে। মেসি আগামী বিশ্বকাপে খেলবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়। ও নিজে আগ্রহী। দলের বাকিরাও ওকে চায়। বিশ্বকাপের সময় ও কী অবস্থায় থাকবে আমরা জানি না। মেসি আমাদের পরিকল্পনা জানে। ও যথেষ্ট বুদ্ধিমানও।’’

মেসি এখন ক্লাব ফুটবল খেলেন আমেরিকায়। আগামী বিশ্বকাপের অন্যতম আয়োজকও আমেরিকা। সে জন্য মেসির উপর কোনও চাপ তৈরি করতে চান না আর্জেন্টিনার কোচ। স্কালোনি বলেছেন, ‘‘আমি চাই ও সুখে থাকুক। আনন্দে থাকুক। শুধু মেসি নয়, দলের কারও উপরে চাপ দিতে চাই না। মেসি নিজেই নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করবে। সেটা নিয়ে কথা বলার আমরা কে?’’

Advertisement

আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি মেসিও। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার অধিনায়ক বলেছিলেন, ‘‘২০২৬ সালের বিশ্বকাপ নিয়ে এখন ভাবছি না। এখন ভাল থাকা এবং ফিটনেস ধরে রাখাই আমার লক্ষ্য। খুব দূরের কিছু নিয়ে ভাবতে চাই না। প্রতিটা দিন উপভোগ করার চেষ্টা করি। যত দিন আনন্দের সঙ্গে খেলতে পারব, তত দিন খেলব। পরের বিশ্বকাপ খেলার থেকেও এখন এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement