বারাণসীর দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতি। ছবি: পিটিআই।
প্রয়াগরাজে কুম্ভস্নানে আসা পুণ্যার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে বারাণসীতেও। প্রতি দিন কয়েক হাজার পুণ্যার্থী এই শহরে ঢুকছেন। কাশীর বিশ্বনাথ মন্দির দর্শন করছেন। তার পর সন্ধ্যায় গঙ্গারতিও দেখছেন। কাশীতে গঙ্গারতি দেখার জন্য ভিড় যে পরিমাণে বাড়তে শুরু করেছে, তাতে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতি দেখার জন্য বিপুল সংখ্যক পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন প্রতি দিন। নিরাপত্তার স্বার্থে এবং পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত গঙ্গার ঘাটে সন্ধ্যারতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।
এক বিবৃতি জারি করেছে গঙ্গা সেবা নিধি। সেই বিবৃতিতে জানানো হয়েছে, সন্ধ্যারতি দেখার জন্য ভিড় বাড়তে থাকায় বাধ্য হয়ে কয়েক দিন তা বন্ধ রাখতে হচ্ছে। আয়োজক সংস্থার প্রধান সুশাসন্ত মিশ্র পুণ্যার্থীদের উদ্দেশে আর্জি জানিয়েছেন, যাঁরা কাশী আসার পরিকল্পনা করছেন, কয়েক দিনের জন্য তা পিছিয়ে দিতে পারেন। যাঁরা গঙ্গায় নৌকায় বসে সন্ধ্যারতি দেখেন, নিজেদের নিরাপত্তার বিষয়টি তাঁদের খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন। মাঝিদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন নৌকার ধারণক্ষমতার বেশি যাত্রী না তোলেন। প্রত্যেক যাত্রীকে লাইফ জ্যাকেট দেওয়ার অনুরোধ করা হয়েছে।
বারাণসীর অনেক ঘাটে সন্ধ্যারতি হয়। তবে দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যারতি। এই সন্ধ্যারতির আয়োজন করে গঙ্গা সেবা নিধি। ১৩ জানুয়ারি মহাকুম্ভ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৯৫ লক্ষ পুণ্যার্থী কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেছেন।