এ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী সাংসারিক ক্ষেত্রে শুভফল লাভ করার সম্ভাবনা দেখা যায়। পরিবারে সুখশান্তি বিরাজ করবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতির সম্ভাবনা রয়েছে। পিতামাতার স্বাস্থ্যের ব্যাপারে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। একাধিক বার তাঁদের স্বাস্থ্যের ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ বছর সন্তানদের বিষয়ে শুভফল আশা করা যায়। সন্তানদের উন্নতিতে আনন্দ লাভ। শিক্ষার্থীদের কিছু বাধার সম্ভাবনা দেখা যায়। একাধিক বার সু্যোগ নষ্টের যোগ রয়েছে। উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রে শুভফল লাভের সম্ভাবনা। গবেষণায় সাফল্য লাভের যোগ। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। একাধিক বার বন্ধুদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা দেখা যায়। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা রয়েছে। দাম্পত্যক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ বছর শত্রুরা ক্ষতি করতে পারবে না। তবে মাঝেমাঝে শান্তি বিনষ্টের চেষ্টা করবে। একাধিক বার ভ্রমণের সুযোগ আসবে।
এ বছর স্বাস্থ্যের ব্যাপারে শুভফলের সম্ভাবনা দেখা যায়। তবে মাঝেমাঝে অতিরিক্ত অনিয়মের ফলে স্বাস্থ্যহানি হতে পারে। শ্লেষ্মাজনিত সমস্যা সৃষ্টি হতে পারে। মাঝেমধ্যে পেটের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা বিদ্যমান। পুরনো রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এ বছর আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সুফল পেতে পারেন। পাওনা অর্থ আদায় হতে পারে। একাধিক সূত্রে অর্থলাভ হতে পারে। লটারি থেকে অর্থলাভ হতে পারে। এ বছর আয়ের তুলনায় ব্যায় কম হওয়ার সম্ভাবনা দেখা যায়। সম্পত্তি সূত্রে অর্থলাভ হতে পারে। সঞ্চয় বৃদ্ধি পাবে। এ বছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে শুভফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা আছে। পৈতৃক সম্পত্তি লাভের যোগ সৃষ্টি হবে। পুরনো সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যেতে পারে। অংশীদারি সম্পত্তি ক্ষেত্রে শরিকের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। সম্পত্তি ক্ষেত্রে বিনিয়োগে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ বছর কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আশা করা যায়। কর্তৃপক্ষের সুনজরে এসে পদোন্নতি, আর্থিক উন্নতির সুযোগ আসবে। চাকরি সূত্রে একাধিক বার ভ্রমণের সম্ভাবনা দেখা যায়। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীদের পছন্দসই কর্মলাভের সুযোগ আসবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। যাঁরা বিভিন্ন পেশায় যুক্ত, তাঁরা সুফল পেতে পারেন। এ বছর ব্যবসায়ীদের পক্ষে যথেষ্ট শুভ। ব্যবসায় বিনিয়োগে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যায়। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। যাঁরা রাসায়নিক দ্রব্য, যন্ত্রাংশের ব্যবসা করেন, তাঁরা ভাল লাভের আশা করতে পারেন। একাধিক বার ব্যবসা সূত্রে ভ্রমণের সম্ভাবনা দেখা যায়।