এ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী অনেক ক্ষেত্রেই তেমন পরিবর্তন আশা করা যায় না। পারিবারিক ক্ষেত্রে সুফল লাভের আশা করা যায়। পারিবারিক ক্ষেত্রে জটিল সমস্যার সমাধানে সচেষ্ট হলে সমাধান করতে সমর্থ হবেন। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা বিদ্যমান। বন্ধুদের থেকে সতর্ক থাকতে হবে। তাঁদের দ্বারা একাধিক বার অর্থক্ষতির সম্ভাবনা আছে। আবার দূরের কোনও বন্ধু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। সঠিক সিদ্ধান্তের অভাবে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে। বছরের শুরুতে অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা আছে। এমনকি, প্রণয়মূলক বিবাহের সম্ভাবনাও দেখা যায়। দাম্পত্য ক্ষেত্রে একাধিক বার প্রবল অশান্তির যোগ রয়েছে। বিদ্যায় বাধার কারণে আশানুরূপ সুফল লাভের আশা কম। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সচেষ্ট হলে সুফল লাভের সুযোগ আসবে। এ বছর একাধিক বার ভ্রমণের সুযোগ এসে যেতে পারে। মাতা বা মাতৃস্থানীয় কারও শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। পিতার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে।
এ বছর শারীরিক ক্ষেত্রে সমস্যা কম হলেও পুরনো রোগ বৃদ্ধি পেতে পারে। বিশেষত মাথা ও ঘাড়ের সমস্যা বৃদ্ধি পেতে পারে। হঠাৎ বক্ষপীড়ার সম্ভাবনা দেখা যায়। পায়ে কোনও আঘাতপাপ্তির সম্ভাবনা আছে। বাত জাতীয় পীড়ায় কষ্ট পাওয়ার সম্ভাবনা। চলাফেরায় সতর্ক থাকতে হবে। এ বছর আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সুযোগ আসবে। তবে নিজের ও পারিবারিক সমস্যায় অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়। পুত্র বা কন্যার উন্নতির জন্য অর্থব্যয়ের সম্ভাবনা আছে। সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে। এ বছর চাকরি ক্ষেত্রে মাঝেমাঝে বাধার সন্মুখীন হতে হবে। কর্তৃপক্ষের কুনজরে পড়ার সম্ভাবনা আছে। তাই সতর্ক থাকতে হবে। সচেষ্ট হলে কর্মপ্রার্থীদের আশানুরূপ কর্মলাভের সম্ভাবনা আছে। চাকরির প্রয়োজনে একাধিক বার ভ্রমণের সুযোগ এসে যেতে পারে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে মাঝেমাঝে প্রবল বাধার সন্মুখীন হতে হবে। দীর্ঘমেয়াদি সম্পত্তি সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে। যৌথ সম্পত্তির ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তিক্রয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে আশানুরূপ সুফল লাভে বাধা আসতে পারে। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হতে পারে। যাঁরা ধাতুর ব্যবসা করেন, তাঁরা অনেকাংশে লাভবান হতে পারেন। শৌখিন দ্রব্যের ব্যবসায় শুভফল পেতে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। যাঁরা বিভিন্ন পেশায় যুক্ত, তাঁরা আশানুরূপ সুফল লাভ করতে পারেন। আমদানি-রফতানি ব্যবসায় সুফল লাভের যোগ।