এ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী পারিবারিক ক্ষেত্রে একাধিক বার বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধির সম্ভাবনা থাকলেও একাধিক বার শত্রুতার সম্মুখীন হওয়ার যোগ রয়েছে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বিভিন্ন ক্ষেত্রে আত্মীয়দের সহযোগিতা বৃদ্ধি হবে। এ বছর বন্ধুভাগ্য মোটামুটি। বন্ধুরা যথেষ্ট সাহায্য করবেন। পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে। বিদ্যায় আশানুরূপ সাফল্য পেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সুযোগ ও সম্মান লাভের সম্ভাবনা আছে। শিক্ষার জন্য বিদেশ ভ্রমণের সম্ভাবনা দেখা যায়। যারা বিজ্ঞান বিষয়ক শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আশাতীত সাফল্য লাভের সম্ভাবনা। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা। এ বছর একাধিক বার ভ্রমণের সম্ভাবনা দেখা যায়।
এ বছর স্বাস্থ্যের ব্যাপারে মিশ্র ফলযুক্ত। সুতরাং, স্বাস্থ্যের ব্যপারে সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক ব্যাপারে অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পত্তি ক্রয়ের জন্য সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। আয়-ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে। ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। অর্থ উপার্জনে যথেষ্ট শ্রম দিতে হতে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল পেতে পারেন। নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা দেখা যায়। পুরনো সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। অংশীদারি সম্পত্তির ক্ষেত্রে শরিকের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যায়। এ বছর চাকরি ক্ষেত্রে যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। চাকরি ক্ষেত্রে পদোন্নতি। চাকরি সূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মপ্রার্থীদের আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা। সচেষ্ট হলে প্রতিযোগিতা মূলক ক্ষেত্রে সাফল্য আসবে। সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার যোগ রয়েছে। এ বছর ব্যবসায় আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। নতুন ব্যবসায় বিনিয়োগ করলে লাভবান হবেন। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যাঁরা আমদানি-রফতানি ব্যবসায় যুক্ত, তাঁরা যথেষ্ট সফল হবেন। ছোট ব্যবসায়ীরা আশানুরূপ উন্নতির সুযোগ পাবেন। এ বছর ব্যবসার দ্বারা ভাগ্যোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসা সূত্রে ভ্রমণের সম্ভাবনাও দেখা যায়।