এ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী দেখা যায়, পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও নিজের চেষ্টায় তার সমাধান করতে সমর্থ হবেন। তবে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বন্ধুরা সক্রিয় সহযোগিতা করবেন। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে বিরুদ্ধ পরিস্থিতি অনেকাংশে আয়ত্তে আসবে। দাম্পত্য ক্ষেত্রে একাধিক বার অশান্তির সম্ভাবনা দেখা যায়। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য ভাল যাবে না। একাধিক বার শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতামাতার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানদের উন্নতি আপনাকে আনন্দ দেবে। শিক্ষার্থীদের উন্নতির সম্ভাবনা বিদ্যমান। সচেষ্ট হলে আশাতীত উন্নতির সুযোগ আসবে। উচ্চশিক্ষায় যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বিজ্ঞান বিষয়ক শিক্ষার্থীরা যথেষ্ট উন্নতি করতে সমর্থ হবেন। এ বছর বাসস্থান সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। এ বছর ভ্রমণের সুযোগ আসবে।
এ বছর স্বাস্থের ব্যাপারে মিশ্রফল লাভের যোগ। রক্তচাপজনিত সমস্যায় কষ্ট পাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে। একাধিক বার আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। শ্লেষ্মা সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। পু্রনো রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। সচেষ্ট হলে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সুফল পেতে পারেন। অর্থ উপার্জনের ক্ষেত্রে কোনও প্রভাবশালীর সাহায্য লাভ করবেন। নিজের ও পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়। সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা আছে। আয়ের তুলনায় ব্যয় কম হবে। সম্পত্তি সংক্রান্ত সমস্যা অনেকাংশে হ্রাস পাবে। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। পুরনো সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যায়। তবে যৌথ সম্পত্তির ক্ষেত্রে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। এ বছর চাকরির ক্ষেত্রে আশানুরূপ উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষের সুনজরে এসে পদোন্নতি ও আর্থিক উন্নতির সুযোগ মিলবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। এ বছর ব্যবসায় যথেষ্ট উন্নতি করার সুযোগ আসবে। তবে অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সাময়িক মনোমালিন্য হতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে সুফল লাভ হতে পারে। যাঁরা ধাতুর ব্যবসায় যুক্ত, তাঁদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা। শৌখিন দ্রব্যের ব্যবসায়ীদের মাঝেমাঝে বাধা আসতে পারে। তবে তা সাময়িক হবে। এ বছর ব্যবসার জন্য ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে।