এ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী দেখা যায় যে, পারিবারিক দিক থেকে আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা আছে। পারিপার্শ্বিক ক্ষেত্রে যথেষ্ট প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বন্ধুদের কাছ থেকে সব রকমের সহযোগিতা লাভের সম্ভাবনা দেখা যায়। পিতা-মাতার সঙ্গে সমস্যা দেখা দিতে পারে, তবে তা সাময়িক। বিদ্যায় সুফল লাভের সম্ভাবনা। উচ্চশিক্ষার্থীদের আশানুরূপ উন্নতির সুযোগ আসবে। বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সাময়িক কিছু সমস্যা দেখা দিতে পারে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ বছর লটারি সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাসস্থান সংক্রান্ত সমস্যার সুরাহা হতে পারে। পুত্র বা কন্যার উন্নতিতে বাধা আসতে পারে। তাঁদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মপ্রার্থীদের কর্মলাভের সুযোগ আসবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা দেখা যায়। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
এ বছর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পুরনো রোগবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। স্নায়ুঘটিত পীড়ায় কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক বার চোট-আঘাতের সম্ভাবনা দেখা যায়। পেটের রোগে ভুগতে হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। একাধিক বার স্বাস্থ্যের ব্যাপারে অর্থক্ষতির সম্ভাবনা রয়েছে। এ বছর আর্থিক ব্যাপারে আশানুরূপ সাফল্য লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাওনা টাকা আদায় হতে পারে। একাধিক সূত্রে আয়ের সুযোগ আসবে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। ব্যবসায় উন্নতির জন্য অতিরিক্ত অর্থলাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে সুফল পাবেন। স্বাস্থ্যের ব্যাপারে অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়। আয়-ব্যয়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধি পাবে। এ বছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা আছে। যৌথ সম্পত্তির সমস্যা মিটে যেতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যায়। এ বছর চাকরির ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষের সুনজরে এসে পদোন্নতির সম্ভাবনাও আছে। আর্থিক উন্নতি ও সম্মান বৃদ্ধির যোগ বিদ্যমান। বেকারদের চাকরিলাভের চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা দেখা যায়। বিদেশে চাকরির সুযোগ পেতে পারেন। চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা থাকলেও মাঝেমাঝে শত্রুতা দেখা দিতে পারে। এ বছর ব্যবসায় আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। ব্যবসার ক্ষেত্রে নতুন বিনিয়োগের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। আমদানি-রফতানির ব্যবসায় সুফল লাভের সম্ভাবনা। অংশীদারী ব্যবসায় মাঝেমাঝে মতবিরোধের সম্ভাবনা বিদ্যমান। ব্যবসার সুবাদে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে।